করোনা কেড়ে আরও এক হলিউড তারকাকে। স্টিভেন স্পিলবার্গের ছবি জসের অভিনেত্রী লী ফিয়েরোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১। ম্যাসাচ্যুসেটসের আইল্যান্ড মার্থার ভিনিয়ার্ডের বাসিন্দা ছিলেন লী। তবে সম্প্রতি ওহাইওতে বসবাস করছিলেন তিনি।
জস ছবির চিফ মার্টিন ব্রডিকে চর মারার দৃশ্যটি আজও মনে রেখেছে দর্শক। লীয়ের এই দৃশ্য ভোলার নয়। দিন কতক আগেই করোনায় মৃত্যু হয়েছিল স্টার ওয়ার্সের অভিনেতা অ্যানড্রিউ জ্যাকের। ভাইরাস ধরা পড়ার মাত্র দু'দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হলিউডে একে একে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফের এক হলিউড অভিনেতার জীবনে কোপ পড়ল করোনার। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তের তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে।