Jersey Film Release Postponed: ফের করোনার কবলে সিনেমা স্থগিত হল জার্সি ছবির মুক্তি

দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন আতঙ্কের সংখ্যা। এই মুহূর্তে ওমিক্রন সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিকে চলতি বছরের শেষ দিনেই মুক্তি পাওয়ার কথা শাহিদ কাপুর অভিনীত ছবি 'জার্সি।' তবে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে পিছিয়ে গেল ছবির মুক্তি। তবে কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে জার্সি না কি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই হবে এই ছবি রিলিজ?
 

ধীরে ধীরে করোনা ভাইরাসের (Covid-19 Effect) প্রভাব কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছিল দেশ। ২০২০ সালের শুরু থেকে ২ বছর একাধিক বড় বাজেটের সিনেমা তৈরি হয়ে থাকা সত্ত্বেও রিলিজ করানো সম্ভব হয় নি। ২০২১ সালের মাঝামাঝি থেকে করোনা দ্বিতীয় ঢেউ (Covid-19 Secondwave) কাটিয়ে ওঠার পর থেকে ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল এবং আটকে থাকা একাধিক ছবিকে মুক্তির সিদ্ধান্ত নেন পরিচালক প্রযোজকরা। সেইমত চলতি বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ শে ডিসেম্বর মুক্তি পাবার কথা শাহিদ কাপুর অভিনীত ছবি 'জার্সি (Jersey)।'

'জার্সি' (Jersey) ছবিটি মূলত তেলেগু ছবির রিমেক। তেলেগু ছবিতেও এই সিনেমার নাম ছিল জার্সি।  ছবিতে শাহিদ কাপুরের (Shahid Kapoor)  সঙ্গে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, রনিত কামরা, পঙ্কজ কাপুর এবং অন্যান্যরা। ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। ছবির মুক্তি নিয়ে বেশ উৎসাহিত ছিলেন পরিচালক থেকে শুরু করে অভিনেতা - অভিনেত্রী সকলেই। ইতিমধ্যে ছবির জোড় কদমে ছবির প্রচার শুরু করেছিলেন শাহিদ -ম্রুনালরা। এরই মাঝে করোনার দাপটে থমকে গেল ছবির মুক্তির তারিখ (Film Release Date)। 

Latest Videos

 

মঙ্গলবার ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ (Taran Adarsh) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান উল্লিখিত তারিখে মুক্তি পাচ্ছে না জার্সি (Jersey)। করোনা ভাইরাসের বাড়াবাড়ির কারণেই স্থগিত হয়ে পড়েছে এই ছবির রিলিজ (Film Release)। এদিন তরণ আদর্শ ইনস্টাগ্রামে (Taran Adarsh on Instagram) লেখেন, 'জার্সি ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে না এই ছবি। তবে এই ছবি কবে মুক্তি পাবে তা পরে ঘোষণা করা হবে।' এদিকে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে সিনেমা হলে মুক্তি না পেলে কি অতিথি প্ল্যাটফর্মে মুক্তি পাবে জার্সি? এদিন সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তরণ আদর্শ। ইনস্টাগ্রামে তিনি জানান, 'ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির যে কথা শোনা যাচ্ছে তা সম্পূর্ণরূপে ভুয়ো।'

প্রসঙ্গত, দেশ জুড়ে লাফিয়ে করোনা ভাইরাসের নয়া ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ (Omicron Varient)।  গত ২৪ ঘন্টায় একদিনে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। দেশের মধ্যে ওমিক্রন সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, শুধুমাত্র সেখানেই আক্রান্ত ১৬৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি, সেখানে আক্রান্ত ১৪২ জন। সব মিলিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৭১। ইতিমধ্যেই ওমিক্রন আতঙ্কে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে কেজরিওয়াল সরকার (Kejriwal Govt)।  জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। ৫০ শতাংশ হাজিরায় অফিস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওমিক্রন পরিস্থিতি (Omicron Situation) উদ্বেগজনক হওয়ায় জার্সি ছবির রিলিজ স্তগিত করা হয়েছে বলেই জানিয়েছেন ছবির নায়ক শাহিদ কাপুর ও (Shahid Kapoor)। এদিন শাহিদ একটি টুইট করে জানান, বর্তমান পরিস্থিতি এবং নয়া করোনা গাইডলাইনসের কথা মাথায় রেখে এই মুহূর্তে আমাদের ছবি জার্সির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই ২০২২- এ আপনারা এই ছবি দেখতে পাবেন। সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা।' 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি