গর্ভবতী অবস্থায় একের পর এক হট ছবি পোস্ট, কল্কির ছবিতে তোলপাড় নেটপাড়া

Published : Jan 13, 2020, 09:04 PM IST
গর্ভবতী অবস্থায় একের পর এক হট ছবি পোস্ট, কল্কির ছবিতে তোলপাড় নেটপাড়া

সংক্ষিপ্ত

কল্কির ছবিতে তোলপাড় নেট পাড়া মুহূর্তে ছড়িয়ে পড়ল হট লুকের পোজ বেবিবাম্প নিয়ে একাধিক পোজ দেখুন ভাইরাল ছবি

বেবিবাম্পের ছবি পোস্ট করা এখন নেট দুনিয়ার ট্রেন্ড। সেই তালিকাতে নাম লিখিয়েছেন একের পর এক সেলিব্রিটি। তবে সকলের পোজই যেন ছাপিয়ে গেলেন কল্কি কোয়েচলিন। তাঁর নিত্যনতুন ছবি দেখে নেট দুনিয়ায় ঝড় উঠছে অহরহ। কখনও হট লুকে, কখনও আবার যোগা পোজ-এ। নিজেকে তুলে ধরে সকলের কাছে নজির গড়ছেন কল্কি।

আরও পড়ুনঃ শুধু সুন্দরই নন, তিনি কত বড় মনের মানুষ তা বুঝিয়ে দিলেন সারা

 

 

এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে দ্বিতীয়বার বসেননি কল্কি। অনুরাগের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নিজের কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছিলেন কল্কি কোয়েচলিন। তারই মাঝে ছিল সম্পর্কের হাতছানিও। সেই ডাকে সারা দিয়েই গর্ভবতী হন কল্কি। প্রকাশ্যেই জানান, যে তিনি বুঝতেই পারেননি যে তিনি মা হতে চলেছেন। এমন মন্তব্যের পর রীতিমত সমালোচনার মুখে পড়তে হয়েছিল কল্কিকে। 

 

 

যদিও সে সবই এখন অতীত। বিয়ের আগেই নিজের সন্তানের মা হতে চলেছেন কল্কি। কাজ থেকে খানিকটা ছুটি নিয়ে এখ বাড়িতেই সময় কাটছে তাঁর। অবসরে তুলে নেওয়া দু-একটা ছবি, কিংবা ফোটোশ্যুটের হট লুক, নিজেই ধরা দিলেন তিনি নয়া লুকে। নেট দুনিয়ায় প্রশংসিতও হয়েছেন বহুবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন কল্কি একটা ছবি। যেখানে দেখা গেল বেবিবাম্প নিয়ে শুয়ে পা ওপরে তুলে পোজ দিয়েছেন অভিনেত্রী। 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন