অনন্যা কিংবা ভূমি নয়, তবে শ্যুটিং ফ্লোরে কে কার্তিকের রোম্যান্স পার্টনার

Published : Nov 27, 2019, 06:21 PM ISTUpdated : Nov 27, 2019, 06:32 PM IST
অনন্যা কিংবা ভূমি নয়, তবে শ্যুটিং ফ্লোরে কে কার্তিকের রোম্যান্স পার্টনার

সংক্ষিপ্ত

শ্যুটিং ফ্লোরে অনন্য নয়, নতুন পার্টনার পেলেন কার্তিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নাচের ভিডিও মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় শ্যুটিং সেটের ছবি শেয়ার করে নজর কাড়লেন অভিনেতা

বর্তমানে পুরো দমে চলছে পতি পত্নী অর ও ছবির শ্যুটিং। এই ছবির শ্যুটিং নিয়েই এখন বেজায় ব্যস্ত কার্তিক আরিয়ন। একদিকে চলছে এই ছবির শ্যুটিং, তেমনই সমানতালে চলছে ভুলভুলাইয়া ছবির সিক্যুয়েলের শ্যুটিং। দুই নিয়েই এখন বেজায় ব্যস্ত কার্তিক। একাধিক ছবির কাজ একদিকে তেমনই অন্যদিকে চলছে চুটিয়ে কার্তিকের প্রেমপর্ব।

কার্তিকের প্রেমের জ্বালে ধরা দিয়েছিলেন সারা আলি খানও। ছবিতে তাঁদের এক সঙ্গে দেখা না গেলেও দুজনের মধ্যে যে সম্পর্কের উষ্ণতা ক্রমেই বেড়েছিল তা নিজেরাই স্বীকার করে ছিল এই জুটি। একাধিক জায়গায় দেখা যেতে তাঁদের। কিন্তু বর্তমানে সেই সম্পর্কে ইতি চেনেছেন দুই তারকাই। কাজের চাপ এতটাই বেশি যে সময় দিয়ে উঠতে পারছেন না একে অন্যকে। 

 

 

তবে বি-টাউনের জল্পনা ছিল থানিকটা অন্যধরনে। সেখানে শোনা যায় পতি পত্নী অর ও ছবির শ্যুটিং-এর জন্য নাকি কাছাকাছি এসেছিলেন অনন্যা ও কার্তিক। বর্তমানে নাকি একে অন্যকে ডেটিংও করছেন তাঁরা। তবে এবার প্রকাশ্যেই কার্তিক জানালেন তিনি নাকি খুবই ভাগ্যবান কারন তিনি ফারহাকে নিজের পার্টনার হিসেবে পেয়েছেন। অভিনেতার মজার ছলে করা এই পোস্ট মুহুর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?