বালিতে হাই প্রোফাইল বিয়ে! বলিতারকাদের উজ্জ্বল উপস্হিতি

Published : Aug 21, 2019, 12:16 PM ISTUpdated : Aug 21, 2019, 12:21 PM IST
বালিতে হাই প্রোফাইল বিয়ে! বলিতারকাদের উজ্জ্বল উপস্হিতি

সংক্ষিপ্ত

হাই প্রোফাইল বিয়েতে বলিতারকাদের উপস্হিতি বালিতে অনুষ্ঠিত হল এই হাই প্রোফাইল বিয়ে  হাই প্রোফাইল বিয়ে ছিল শ্রীদেবির প্রিয় বন্ধু রাখি পঞ্জাবির ছেলের বিয়ে বাড়িতে উপস্হিত ছিলেন ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফতেহি  

হাই প্রোফাইল বিয়ে বলে কথা, তার ওপর বলিতারকাদের উপস্হিতি। সব মিলিয়ে যেন চাঁদের হাট। বালির এক হাই প্রোফাইল বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখা গেল ক্যাটরিনা কাইফ থেকে নোরা ফতেহি সকলকেই। অন্য দিকে সঙ্গীতে মুগ্ধ করলেন নেহা কক্কর থেকে আকৃতি কক্কর। 

বালিতে হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান ছিল শ্রীদেবির প্রিয় বন্ধু রাখি পঞ্জাবির ছেলে অমৃত পঞ্জাবির। এই বিয়েতে উপস্হিত ছিলেন কাপুররাও- বনি কাপুর, খুশি কাপুর, মাহিপ কাপুর থেকে শুরু করে শানায়া কাপুর সকলেই। ক্যাটরিনা কাইফ বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে শুভেচ্ছাও জানান। 

অন্যদিকে 'লায়লা মে লায়লা' গানে কোমর দোলান নোরা ফতেহি। বিবাহিত দম্পতির সঙ্গে 'দিলবর' গানেও নাচতে দেখা যায় তাঁকে। 

নেহা কক্করকে গান গাইতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে। অন্যদিকে সঙ্গীতে মন মাতালেন আকৃতি কক্করও। তারকাদের বর্ণময় উপস্হিতি যেন বিয়ের আসরকে আরও উজ্জ্বল করে তুলেছিল। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার