নীল বিকিনিতে সি বিচে মোহময়ী রকুল, শেয়ার করলেন ছবি

Published : Aug 21, 2019, 09:18 AM IST
নীল বিকিনিতে সি বিচে মোহময়ী রকুল, শেয়ার করলেন ছবি

সংক্ষিপ্ত

রকুল প্রীত সিং এই মূর্হুতে বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী  ছবি শেষে রকুল এখন বেশ কিছুদিনের ছুটিতে ছুটি কাটাতে তিনি পাড়ি দিয়েছেন স্পেনের ইবিজা স্পেনের ইবিজা থেকে শেয়ার করলেন ছবি

রকুল প্রীত সিং এই মূর্হুতে বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ' দে দে পেয়ার দে'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অজয় দেবগণ। ছবি শেষে রকুল এখন বেশ কিছুদিনের ছুটিতে। ছুটি কাটাতে তিনি পাড়ি দিয়েছেন স্পেনের ইবিজা। 

ছুটি কাটাতে গিয়ে তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি। নীল বিকিনি, চোখে সানগ্লাস, খোলা চুলে ছবি শেয়ার করে সি বিচে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। ইবিজা বিচ থেকে শেয়ার করা  রকুলের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। রকুলের ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও। 

বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন রকুল প্রীত সিং। তেলেগু ছবি 'মনমধুডু-২' ও মুক্তি পেয়েছে। এছাড়া তাঁর হাতে এখন রয়েছে 'মরজাভা', 'এস-১৪', এবং 'ইন্ডিয়ান ২'। 'মরজাভা' ছবিতে রকুল প্রীত সিং-এর বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং তারা সুতারিয়া। এর আগেও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কাজ করেছেন রকুল।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার