শত সমালোচনা শত কুৎসার পরে অবশেষে ললিত-সুস্মিতার পাশে দাঁড়াল এক পত্রিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পত্রিকার প্রতিবেদন শেয়ার করেছেন ললিত মোদী।
শত সমালোচনা শত কুৎসার পরে অবশেষে ললিত-সুস্মিতার পাশে দাঁড়াল এক পত্রিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পত্রিকার প্রতিবেদন শেয়ার করেছেন ললিত মোদী। প্রতিবেদনের ছবি পোস্ট করে ললিত লেখেন,"বহুদিন পরে একটি ভালো প্রতিবেদন দেখলাম।"
এই প্রতিবেদনের মূল বক্তব্য ছিল- ধনী হওয়া কি ললিতের অপরাধ? ধনী বলে কি তাঁর সুন্দরী বান্ধবী পাওয়া নিয়ে সমালোনা হবে? পত্রিকার সাত পাতা জুড়ে প্রকাশিত হয় এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনটির প্রতিটি পাতার ছবি তুলে নিজের নেট মাধ্যমে শেয়ার করেন ললিত। পত্রিকার প্রচ্ছদের ছবিও আপলোড করেন তিনি।
এই পত্রিকার সাত পাতা জুড়ে প্রকাশিত প্রতিবেদনে ললিত মোদী ও সুস্মিতার সম্পর্কের সমর্থনে একের পর এক যুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন - অনাবৃত উরু, সান বাথ নিচ্ছেন সুস্মিতা, প্রেমিকার ভরা যৌবনে বুঁদ 'বুড়ো' ললিত, মন্তব্যে যা বললেন
ললিত-সুস্মিতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদমাধ্যম সহ গোটা নেটপাড়া জুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে। তবু শত কুৎসার মাঝেও সপ্রতিভ হয়ে বেঁচে ছিল ভালোবাসা। সমালোচনার প্রতিবাদ ললিত মোদী সরাসরি না করলেও সুস্মিতা সেন সরাসরিই এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। কার্টুনের মাধ্যমে পরোক্ষভাবে প্রতিবাদ করেছিলেন তিনি।
আরও পড়ুন - জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!