সুস্মিতার সঙ্গে সম্পর্ক অনেকটা বাঁদরের গলায় মুক্তোর মালা, এমন সমালোচনার কড়া জবাব ললিত মোদীর

শত সমালোচনা শত কুৎসার পরে অবশেষে ললিত-সুস্মিতার পাশে দাঁড়াল এক পত্রিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পত্রিকার প্রতিবেদন শেয়ার করেছেন ললিত মোদী। 

শত সমালোচনা শত কুৎসার পরে অবশেষে ললিত-সুস্মিতার পাশে দাঁড়াল এক পত্রিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পত্রিকার প্রতিবেদন শেয়ার করেছেন ললিত মোদী। প্রতিবেদনের ছবি পোস্ট করে ললিত লেখেন,"বহুদিন পরে একটি ভালো প্রতিবেদন দেখলাম।" 
এই প্রতিবেদনের মূল বক্তব্য ছিল- ধনী হওয়া কি ললিতের অপরাধ? ধনী বলে কি তাঁর সুন্দরী বান্ধবী পাওয়া নিয়ে সমালোনা হবে? পত্রিকার সাত পাতা জুড়ে প্রকাশিত হয় এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনটির প্রতিটি পাতার ছবি তুলে নিজের নেট মাধ্যমে শেয়ার করেন ললিত। পত্রিকার প্রচ্ছদের ছবিও আপলোড করেন তিনি। 
এই পত্রিকার সাত পাতা জুড়ে প্রকাশিত প্রতিবেদনে ললিত মোদী ও সুস্মিতার সম্পর্কের সমর্থনে একের পর এক যুক্তি দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঅনাবৃত উরু, সান বাথ নিচ্ছেন সুস্মিতা, প্রেমিকার ভরা যৌবনে বুঁদ 'বুড়ো' ললিত, মন্তব্যে যা বললেন
ললিত-সুস্মিতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদমাধ্যম সহ গোটা নেটপাড়া জুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে। তবু শত কুৎসার মাঝেও সপ্রতিভ হয়ে বেঁচে ছিল ভালোবাসা। সমালোচনার প্রতিবাদ ললিত মোদী সরাসরি না করলেও সুস্মিতা সেন সরাসরিই এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। কার্টুনের মাধ্যমে পরোক্ষভাবে প্রতিবাদ করেছিলেন তিনি। 

Latest Videos

আরও পড়ুনজানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি