জানেন কি? কোটিপতি ব্যবসায়ীদের স্ত্রী এই বলি অভিনেত্রীরা!
- FB
- TW
- Linkdin
সুপার ড্যান্সার চ্যাপ্টার ফর জাজ, শিল্পা শেট্টি ব্রিটিশ বিজনেসম্যান রাজ কুন্দ্রা কে বিয়ে করেছিলেন ২২ নভেম্বর ২০১৯ এ রাজ অনেক ভেনচারের মালিক শুধু নন, আইপিএল টিমের ও মালিক, তাঁদের দুটি সন্তান রয়েছে। ভিয়ান রাজ কুন্দ্রা এবং শমিশা শেট্টি কুন্দ্রা। তাঁদের মত সম্পত্তি প্রায় ১৩৪ কোটি
বলিউড অভিনেত্রী জুই চাওলা মেহেতা গ্রুপের মালিক জি মেহেতাকে ১৯৯৫ এর ডিসেম্বরে বিয়ে করেন। তাঁদের জাহ্নবী মেহেতা অর্জুন মেহেতা নামে দুটি সন্তান আছে, জয়ের মত সম্পত্তির পরিমাণ ২৫৪ কোটি টাকা
গজনী অভিনেত্রী আসিন রাহুল শর্মা কে বিয়ে করেন ২০১৬ এর ১৯ জানুয়ারি। রাহুল মাইক্রোম্যাক্সের কো- ফাউন্ডার। ২০১৭ টে তাঁদের কন্যা সন্তান জন্ম নেয়। আসিন ও রাহুলের মত সম্পত্তির পরিমাণ ১৪৬০ কোটির কাছাকাছি।
রবিনা ট্যান্ডন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন ২০০৪ এর ২২ ফেব্রুয়ারি। তাঁদের দুটি সন্তান রয়েছে। তাঁদের মত সম্পত্তি ৪৭ কোটি টাকা।
বলিউড অভিনেত্রী সোনম কপূর তাঁর দীর্ঘ দিনের বিফরেন্ড আনন্দ আহুজাকে ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন। আনন্দ একজন অন্ত্রপ্রণর এবং বিজনেসম্যান। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৪৭৩৩ কোটি টাকা।
হেমা মালিনী কন্যা ইশা দেওল তাঁর শৈশবের বন্ধু ভরত তখতানিকে বিয়ে করেন ২০১২ সালে। ভরত একজন হিরে ব্যবসায়ী যার আর জি ব্যাঙ্গেল প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে। তাঁদের রাধ্যা এবঙ্ মিরায়া নামে দুটি কন্যা সন্তান রয়েছে। ১৩৬ কোটি টাকার মালিক এই দম্পতি।
মর্দানি অভিনেত্রী রনি মুখোপাধ্যায় ফিল্ম পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন ২০১৪ সালের ২১ এপ্রিল। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। রনি ও আদিত্যর মোট সম্পত্তির পরিমাণ ৬,৫০০ কোটি।
অভিনেত্রী অমৃতা আরোরা তাঁর বিজনেসম্যান বয়ফ্রেন্ড শাকিল লাদাককে ২০০৯ এর ৪ মার্চ বিয়ে করেন। তাঁদের মোট সম্পত্তি ৮৭ কোটি টাকা
ওয়ান্টেড অভিনেত্রী আয়েশা টাকিয়া ফারহান আজমিকে বিয়ে করেন ১ মার্চ ২০০৯ এ যিনি একটি মেগা হোটেলিআর। তাঁদের মোট সম্পত্তি ৭২ কোটি টাকা।
অভিনেত্রী সেলিনা জেটলি দুবাই ও সিঙ্গাপুরের হোটেল চেনের মালিক পিটার হাগকে বিয়ে করেন ২০১১ এর ২৩ জুলাই। পিটার একজন অস্ট্রিয়ান। সেলিনা বর্তমানে তিন সন্তানের মা। তাঁদের মোট সম্পত্তি ১৬৭ কোটি টাকা
টেলিভিশন অভিনেত্রী সানা খান মুফতি সইদকে বিয়ে করেছেন, ২০২০ এর ১৯ নভেম্বর, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩ কোটি টাকা