চিকোর জন্মদিন বলে কথা, কেক কেটে সেলিব্রেশনে মাতলেন মিমি, দেখুন ভিডিও

Published : Nov 16, 2019, 06:02 PM IST
চিকোর জন্মদিন বলে কথা, কেক কেটে সেলিব্রেশনে মাতলেন মিমি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

পোষ্যর সপ্তমতম জন্মদিন  কেক কেটে পার্টিতে সামিল মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ল ভিডিও নেট দুনিয়ায় 

কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত মিমি। একদিকে চলছে ছবি স্ক্রিপ্ট পড়ার কাজ, তেমনই অন্যদিকে চলছে গানের প্রস্তুতি, এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার কথা, আরও অনেক কিছু। তারই মাঝে খানিক সময় করে নিয়ে বাড়ির দুই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে জন্মদিনের পার্টিতে মাতলেন মিমি চক্রবর্তী। পোষ্য তাঁর বরাবরেরই প্রিয়। তাঁদের নিয়েই বাড়িতে বেশ খানিকটা সময় কাটান মিমি। 

শুক্রবার সেজে উঠেছিল মিমি চক্রবর্তী ড্রইং রুম। উপলক্ষ্য হল চিকোর জন্মদিন। পোষ্যের জন্মদিন বলে কথা। তাঁর সেলিব্রেশনটাও তেমনই হওয়া উচিত। টুপি, বেলুন, কেক পুরো পার্টি মুডে এদিন ধরা দিলেন মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, পোষ্যর সঙ্গে কেক কেটে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি। চিকোর জন্য স্পেশাল কেক দেখতেও বেজায় স্পেশাল। 

 

 

পোষ্য হক কিংবা কোনও রাস্তার প্রাণী, মিমি চক্রব্রতীকে সক্রিয়ভাবেই তাঁদেরকে আপন করে নিতে দেখা যায়। পশুপ্রেমী মিমি এবার সকলের নজর কাড়লেন নিজের পোষ্যের জন্মদিন পালন করে। শুধু তিনিই নন, কেক কাটার পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর দিদাও। নাতনীর সঙ্গে পাল্লা দিয়ে তিনিও সামিল হলেন কেক কাটার আসরে। মুহুর্তে ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?