নুসরতের পর মিমি, সাংসদেই 'মাতলেন' জিৎ

Published : Jan 30, 2020, 05:09 PM IST
নুসরতের পর মিমি, সাংসদেই 'মাতলেন' জিৎ

সংক্ষিপ্ত

জিৎ-এর বিপরীতে মিমি নুসরতের পর এবার মিমির সঙ্গে ছবি চলছে ছবির প্রস্তুতি ফেব্রুয়ারি মাসে শুরু শ্যুটিং

চলচ্চিত্র জগতে এখন নয়া জুটির হিরিক। বলিউড থেকে টলিউডে এখন নতুন জুটিতেই মেতে রয়েছেন পরিচাকলেরা। আবারও টলি পাড়াতে দেখা মিলতে চলেছে এক নতুন জুটির, জিৎ-মিমি। নয়া দশকের প্রথম বাংলা ছবি ছিল অসুর। সেখানেই নুসরতের বিপরীতে অভিনয় করেছিলেন জিৎ। সাংসদ হওয়ার পর এটাই ছিল অভিনেত্রীর প্রথম ছবি। 

আরও পড়ুনঃ 'এর থেকে পোশাকের দোকান দিলেন ভালো হত', নুসরতের গোপন ইচ্ছের কথা ফাঁস করলেন মিমি

নুসরতের পর এবার জিৎ-এর বিপরীতে মিমি চক্রবর্তী। অসুর ছবির প্রথম প্রস্তাবও গিয়েছিল তাঁর কাছে। কিন্তু তখন হাতে ড্রাকুলার স্যার-এর কাজ। যার জেরে ছবির প্রস্তাব ফেরাতে হয়েছিল মিমি চক্রবর্তীকে। এরপরই সেই ছবির প্রস্তাব আসে নুসরতের কাছে। তবে প্রথম ছবিতে জুটি বাঁধতে না পাড়লেও দ্বিতীয় ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী। এই প্রথম তিনি কাজ করবেন জিৎ-এর বিপরীতে। 

জিৎ-মিমি জুটির এই ছবি পরিচালনা করছেন অংশুমান। ফেব্রুয়ারি মাসেই শুরু হবে ছবির কাজ। তার আগে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন মিমি চক্রর্বতী। অনেকদিনপর পর্দায় মিমি। জিৎ-এর বিপরীতে তাঁর অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পরই ভক্তদের মধ্যে চরে উত্তেজনার পারদ। তবে ছবির বিষয় বিস্তারিত কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি প্রযোজক সংস্থার পক্ষ থেকে।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে