একই ফ্রেমে তিন দলের তিন তারকা, রাজনৈতিক রং ভুলে পার্লামেন্টে পোজ মিমির

Published : Feb 02, 2020, 12:23 PM ISTUpdated : Feb 02, 2020, 12:29 PM IST
একই ফ্রেমে তিন দলের তিন তারকা, রাজনৈতিক রং ভুলে পার্লামেন্টে পোজ মিমির

সংক্ষিপ্ত

রাজনৈতিক রং ভলে পোজ মিমির বাজেটের আসরে মিমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

শনিবার প্রকাশ্যে এল ২০২০ বাজেট। সেই বাজেটের আসরেই উপস্থিত ছিলেন তৃণমুল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন বেলা বারোটা থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেন। এই বাজেট নিয়েই প্রহর গুণছিলেন সকলেই। নয়া কী চমক থাকতে চলেছে এবার। কোন খাতে কোন টাকা বরাদ্দ হল সেই দিকেই তাকিয়ে সকলেই। 

আরও পড়ুনঃ অন্নপ্রাশনের দিনেই প্রথমবার, মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

এই উপলক্ষ্যেই পার্লামেন্টে হাজির দেশের সংসদেরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি মিমি চক্রবর্তীও। সকলের সঙ্গে এদিন বাজেটে হাজির হয়েছিলেন তিনি। বাজেট পেশ হওয়ার পরই শুরু দেশ জুরে তর্জা। কোথায় থাকছে খামতি, কোথায় কোথায় মানুষের ক্ষোভ থেকে গেল, সবই প্রকাশ্যে আসতে থাকে বাজেট পেশ হওয়ার পর থেকেই। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর অনেক শিল্পী জগতের মানুষই সাংসদ হয়েছে।

 

 

সেই সূত্রেই একে অন্যের খুবই কাছের। অভিনয় জগত আলাদা জায়গায় আর রাজনৈতিক রঙ আলাদা জায়গায়। এবার তা প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। বাজেটের আসরে পার্লামেন্টে উপস্থিত থেকে তিনি অবসরে ছবি তুললেন কংগ্রেসের সাংসদ সুপ্রিয়া সুলে ও বিজেপির সাংসদ কিরণ খেরের সঙ্গে। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করেল মিমি। 
 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?