একই ফ্রেমে তিন দলের তিন তারকা, রাজনৈতিক রং ভুলে পার্লামেন্টে পোজ মিমির

  • রাজনৈতিক রং ভলে পোজ মিমির
  • বাজেটের আসরে মিমি
  • সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
  • মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

শনিবার প্রকাশ্যে এল ২০২০ বাজেট। সেই বাজেটের আসরেই উপস্থিত ছিলেন তৃণমুল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন বেলা বারোটা থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেন। এই বাজেট নিয়েই প্রহর গুণছিলেন সকলেই। নয়া কী চমক থাকতে চলেছে এবার। কোন খাতে কোন টাকা বরাদ্দ হল সেই দিকেই তাকিয়ে সকলেই। 

আরও পড়ুনঃ অন্নপ্রাশনের দিনেই প্রথমবার, মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

Latest Videos

এই উপলক্ষ্যেই পার্লামেন্টে হাজির দেশের সংসদেরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি মিমি চক্রবর্তীও। সকলের সঙ্গে এদিন বাজেটে হাজির হয়েছিলেন তিনি। বাজেট পেশ হওয়ার পরই শুরু দেশ জুরে তর্জা। কোথায় থাকছে খামতি, কোথায় কোথায় মানুষের ক্ষোভ থেকে গেল, সবই প্রকাশ্যে আসতে থাকে বাজেট পেশ হওয়ার পর থেকেই। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর অনেক শিল্পী জগতের মানুষই সাংসদ হয়েছে।

 

 

সেই সূত্রেই একে অন্যের খুবই কাছের। অভিনয় জগত আলাদা জায়গায় আর রাজনৈতিক রঙ আলাদা জায়গায়। এবার তা প্রমাণ করলেন মিমি চক্রবর্তী। বাজেটের আসরে পার্লামেন্টে উপস্থিত থেকে তিনি অবসরে ছবি তুললেন কংগ্রেসের সাংসদ সুপ্রিয়া সুলে ও বিজেপির সাংসদ কিরণ খেরের সঙ্গে। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করেল মিমি। 
 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার