এবার কি মিমির বিয়ের সানাই বাজবে! নায়িকার পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু নেটিজেনদের

swaralipi dasgupta |  
Published : Jun 26, 2019, 05:44 PM ISTUpdated : Jun 26, 2019, 06:18 PM IST
এবার কি মিমির বিয়ের সানাই বাজবে! নায়িকার পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু নেটিজেনদের

সংক্ষিপ্ত

বিয়েটা সেরে ফেলেছেন বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ নুসরত জাহান তুরষ্কে গিয়ে রীতিমতো রাজকীয় কায়দায় বিয়ে করেছেন তিনি  এবার কি মিমি-র পালা! সেই জল্পনাই উশকে দিয়েছে মিমি চক্রবর্তীর পোস্ট করা একটি ছবি  

বিয়েটা সেরে ফেলেছেন বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ নুসরত জাহান। তুরষ্কে গিয়ে রীতিমতো রাজকীয় কায়দায় বিয়ে করেছেন তিনি। এবার কি মিমি-র পালা! সেই জল্পনাই উশকে দিয়েছে মিমি চক্রবর্তীর পোস্ট করা একটি ছবি। 

মিমি চক্রবর্তী বুধবার মিমির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, নুসরত বিয়ের পোশাকে বসে রয়েছেন। তাঁর হাতে চুড়ির সঙ্গে ঝুলে রয়েছে কালিরা। উত্তর ভারতীয়রা বিয়েতে এইগুলি পরেন। বিয়েতে উপস্থিত অবিবাহিত মেয়েদের মাথায় এই কালিরা ঠেকিয়ে দেন কনে। যদি কালিরা খুলে পড়ে যায় কোনও অবিবাহিত মেয়ের মাথায়, পরবর্তী বিয়ে হবে তারই। এটাই বিয়ের রীতি।

 

 

ছবিতে দেখা যাচ্ছে মিমির মাথায় কলিরা ঠেকিয়ে দিচ্ছেন নুসরত। মিমিও একদম মাথা নীচু করে আছেন। তাঁর ভঙ্গি দেখে মনে হচ্ছে, যেন তিনি চাইছেন তাঁর মাথায়  কলিরা খুলে পড়ুক। এই ছবির ক্যাপশনে মিমি লেখেন, আপনারা কী বলবেন ছবিটা সম্পর্কে! 

এই ছবি পোস্ট করতেই ভক্তরা জল্পনা শুরু করে দেন, এবার কি তাহলে মিমির বিয়ের সানাই বাজতে চলেছে! অনেকে ছবিতে কমেন্টও করেন, মিমি, পরবর্তী বিয়ে আপনারই। 

প্রসঙ্গত, এই  ছবিটি তুরষ্কের বোদরুমে তোলা। নুসরত এদিন লাল রংয়ের লেহেঙ্গা চোলি পরেছিলেন। মিমি এদিন একটি গোলাপি রংয়ের লেহেঙ্গা চোলি পরেছিলেন। 

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা