পড়েছে গরম, লকডাউনে বন্ধ আইস্ক্রিমের দোকান, স্বাদ মেটাবে মোনালির রেসিপি

Published : Apr 24, 2020, 02:35 PM IST
পড়েছে গরম, লকডাউনে বন্ধ আইস্ক্রিমের দোকান, স্বাদ মেটাবে মোনালির রেসিপি

সংক্ষিপ্ত

লকডাউনে লিভইনে রয়েছেন মোনালি ঠাকুর বাড়িতেই বানিয়ে ফেললেন আইস্ক্রিম সকলের সঙ্গে শেয়ার করে নিলেন সেই রেসিপি বাড়িতেই মিলবে এবার ভ্যানিলা কোকো আইসক্রিম-এর স্বাদ

পড়েছে গরম। কিন্তু বিক্রি নেই আইস্ক্রিমের। অভাব নেই ক্রেতা-বিক্রেতার, কিন্তু বাধ সাধল লকডাউন। তাই বাড়িতে বসেই ঘরোয়া উপায় লকডাউনে মিটিয়ে ফেলুন মনের স্বাদ। কীভাবে, তার উপায় রইল মোনালি ঠাকুরের সোশ্যাল মিডিয়ার পাতায়। কোয়ারেন্টাইনে ভিন দেশে রয়েছেন মোনালি। সঙ্গে রয়েছেন তাঁর কাছের মানুষ। লকডাউনে সকলের মত তিনি লিভইন-এ। 

আরও পড়ুনঃ 'ভাগ্যিস সলমন সিনেমার জগতে চলে এসেছিল', কেন সচিনকে বলেছিলেন ভাইজান

কীভাবে কাটছে সময়, কী করছেন তারকারা বাড়িতে! একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ছবি। কেউ মেতেছেন সাফাইয়ের কাজে, কেউ আবার মেতেছেন রান্না ঘরে। মোনালি বরাবরই রান্না করে খাওয়াতে বেশ পছন্দ করেন। তাই লকডাউনেও সকলের জন্য শেয়ার করলেন একটা রেসিপি। বাড়িতেই বানিয়ে ফেলা যাবে ভ্যানিলা কোকো আইসক্রিম। শেয়ার করলেন তার রেসিপি। 

 

 

নিজে বানিয়ে তা টেস্টও করলেন গায়িকা। এর আগে শ্রেয়া ঘোষালের রান্না ঘরের হালহকিকত সামনে উঠে এসেছিল, এবার পাওয়া গেল মোনালি ঠাকুরকে। আইস্ক্রিম বানিয়ে তা চেখে দেখে জানালেন কেমন হয়েছে। বাড়িতে বসেই বানিয়ে নেওয়া যাবে এই আইস্ক্রিম, লকডাউনে একবার বানিয়ে দেখা যেতেই পারে এই পদ। বাড়িতেই মিলবে আইস্ক্রিম পার্লারের স্বাদ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?