প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়েরই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় সিনেমায় এক যুগের সমাপ্তি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে প্রয়াণ হয় তাঁর।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনেতা দিলীপ কুমার নিজের ক্যারিশমায় বেঁচে থাকবেন আপামর ভারতবাসীর কাছে বলে বার্তা দিয়েছেন মোদী। তিনি লেখেন, প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রেমীর কাছে প্রিয় অভিনেতা দিলীপ কুমার।
দিলীপ কুমারের প্রয়াণে শোকবার্তা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন
শোকবার্তা জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি ট্যুইট করে লেখেন হৃদয়ের আন্তরিক সমবেদনা দিলীপ কুমারের পরিবারের প্রতি। ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য।
শোক জ্ঞাপন করে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শোকবার্তা দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
এদিন শোক প্রকাশ করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি ট্যুইট করে লেখেন