কার্টুন দুনিয়ায় বিয়ের আসর, নোবিতা ও সিজুকার বিয়ে, আবেগে ভাসছে নেটদুনিয়া

Published : Jan 22, 2021, 05:48 PM IST
কার্টুন দুনিয়ায় বিয়ের আসর, নোবিতা ও সিজুকার বিয়ে, আবেগে ভাসছে নেটদুনিয়া

সংক্ষিপ্ত

বিয়ের পিঁড়িতে এবার নোবিতা-সিজুকা  নেট দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে  মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল ভক্তমহলে  নস্ট্যালজিয়ায় ভাসছে ডোরেমন ভক্তরা 

বিনোদন জগতের পর এবার কার্টুন দুনিয়ায় বিয়ের আসর। একের পর এক সেলেব বিয়ের মহলে এবার বিয়ের পিঁড়িতে বসল নোবিতা ও সিজুকা। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই নেট দুনিয়া ভাসল খুশির জোয়ারে। একের পর এক পোস্টে ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। মুহূর্তে উঠল ঝড়। নব্বই দশকের নস্ট্যালজিয়ায় ভাসছে আজ ডোরেমন ভক্তরা। 

আরও পড়ুন- হট পোজে ঝড়ে পড়ছে উষ্ণতা, এবার বলিউডে ঝড় তুলতে আসছে ক্যাটরিনার বোন

 

 

ছোটবেলার বন্ধ সিজুকা, নোবিতা তার মন পেতে কতই না কসরত করেছে। কিন্তু কোথাও যেন শেষ মুহূর্তে গিয়ে সবটা নিজেই ভেস্তে ফেলত নোবিতা। আর তাতেই বেশ মজা পেয়ে থাকে আট থেকে আশির। আগামী ছবিতে নোবিতার দীর্ঘদিনের সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে। সেই আনন্দেই এক কথায় আত্মহারা সকলে। ডোরেমন সিজেনের পরবর্তী ছবি স্ট্যান্ড বাই মি ২-তে বিয়ের করতে চলেছে এই দুই কার্টুন চরিত্র। 

সেই ছবি লিক হতেই তা মুহূর্তে হয়ে উঠেল ভাইরাল। সকলেই সোশ্যাল পোস্টে লিখলেন, ছোট থেকে এই চরিত্রগুলোর সঙ্গেই কেটেছে। তাদের বিয়ে হচ্ছে দেখে অপেক্ষা করতে পারছি না। তাই কবে ছবি মুক্তি পাবে তারই দিনগুণছে এখন ডোরেমন ভক্তরা। জাপানের এই অ্যানিমেটেড কার্টুনের পরবর্তী ছবি মুক্তি পাচ্ছে ভারতে এখনও স্পষ্ট নয়। তবে ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জাপানে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?