'শাড়ির সঙ্গে জ্যাকেট'! নয়া ফ্যাশন স্টেটমেন্ট-এ ট্রোলের শিকার নুসরত

Published : Nov 04, 2019, 08:58 PM ISTUpdated : Nov 04, 2019, 08:59 PM IST
'শাড়ির সঙ্গে জ্যাকেট'! নয়া ফ্যাশন স্টেটমেন্ট-এ ট্রোলের শিকার নুসরত

সংক্ষিপ্ত

ফ্যাশন স্টেটমেন্ট-এ নজর কাড়লেন নুসরত নতুন ছবি পোস্ট করে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ট্রোলের শিকার হলেন নুসরত 'এ কেমন পোশাক'- প্রশ্নের মুখে সাংসদ

সাংসদ তো বটেই, তুবও কোথাও যেন এখনও নুসরত জাহান নামের সঙ্গে অভিনেত্রীটাই বেশি মানানসই। এমনই ধারনা পোষণ করেন যখন তাঁর একশ্রেণীর ভক্তরা, ঠিক তখনই অন্য সুরে কথা বলতে শোনা যায় নেট দুনিয়ায় অন্য শ্রেণীকে। যেখানে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে নুসরতকে একাধিকবার। এবার নিশানায় তাঁর ফ্যাশন। 

নিজের লুক থেকে শুরু করে স্টাইল, দিন দিন যেন আরও নিজেকে সুন্দর করে তুলে ধরছেন নুসরত। নিত্য নতুন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড়ও তুলছেন তিনি। তবে এবার সমস্যার মূলে ছিল একটি ছবি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নুসরত শেয়ার করেছেন তাঁর শাড়ি পরা একটি ছবি। যেখানে দেখা যায় তাঁর সঙ্গে তিনি একটি ডেনিম জ্যাকেটও পরে আছেন। 

 

 

নতুন লুকে এদিন বেশ মানালো নুসরতকে। এখন যাই পরা যায় তাই যেন পরবর্তীতে ফ্যাশন হয়ে দাঁড়ায়। তবে একশ্রেণী তা মেনে নিতে নারাজ। ফলে ট্রোলের শিকার হতে হয় নুসরতকে। ছবি পোস্ট করা মাত্রই প্রশ্ন উঠে আসে, শাড়ির সঙ্গে ডেনিম জ্যাকেট, এ কো ধরণের ফ্যাশ ম্যাডাম! 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?