চুলবুল পান্ডে নয়, ইদের মরশুমে বাজিমাত করতে ফ্লোরে পা রাধে-র

Published : Nov 04, 2019, 08:30 PM IST
চুলবুল পান্ডে নয়, ইদের মরশুমে বাজিমাত করতে ফ্লোরে পা রাধে-র

সংক্ষিপ্ত

শ্যুটিং শেষ দাবাং থ্রি-এর  প্রচারে নামার আগেই নতুন ছবির কাজে হাত সলমন খানের শ্যুটিং শুরু হল রাধে ছবির সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল ভিডিও

একের পর এক ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত সলমন খান। চলতি বছর ইদে বক্স অফিস কাঁপানোর পরই প্রকাশ্যে এনে ছিলেন আগামী বছর ইদের ছবির নাম, ইনশাল্লাহ। সেই ছবিতেই সলমন খানের বিপরীতে কাজ করার কথা ছিল আলিয়া ভাটের। নতুন জুটিকে এক সঙ্গে দেখার সাধ ছিল অনেক ভক্তেরই। তবে সেই ছবির কাজ অসম্পূর্ণ রেখেই ফ্লোর ছাড়েন সলমন খান।

 

 

মুহুর্তের মধ্যে হতাসা দেখা দেয় সলমন ভক্তদের মধ্যে। তবে কি আগামী ইদে দেখা মিলবে না ভাইজানের। নাহ, নিজেকে তিনি ইনশাল্লাহ থেকে সরিয়েছেন, কিন্তু ইদের বক্স অফিস থেকে নয়। ২০২০ সালের ইদে নতুন ছবি নিয়ে ফিরছেন সলমন খান। সম্প্রতিই সেই ছবির নামও ঘোষণা করেছেন তিনি, রাধে। তবে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছেন একজনই চুলবুল পান্ডে।

 

 

বর্তমানে তাঁর নজর আগামী ছবি দাবাং থ্রি-তে। সেই ছবির শ্যুটিং-এর কাজ শেষ করে এখন ইদের মুক্তিতে নজর দিয়েছেন সলমন খান। সেই ছবিরই শ্যুটিং শুরু হল ৪ নভেম্বর। প্রথম দিন ফ্লোরে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রাধে-র ছবি। দাপটের সঙ্গেই ফ্লোরে ঢুকছেন রাধে। চুলবুল পান্ডের থেকে তাঁর পরিচিতি এইমুহুর্তে নেহাতই কম নয়।  

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?