প্রকাশ্যে এল অস্কারের তালিকা, ১১ টি বিভাগের শীর্ষে 'জোকার'

  • অবশেষে  অপেক্ষার অবসান হল
  • প্রকাশ্যে এল ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা 
  •  মোট ১১ টি  বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিল জোকার
  • গত বছরের মতো ৯২ তম অস্কার অনুষ্ঠানে কোনও নির্দিষ্ট সঞ্চালক থাকছে না

অবশেষে হল অপেক্ষার অবসান। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ  পুরস্কার অস্কারের তালিকা। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এল।  ২০২০ সালে অস্কারের দৌঁড়ে কোন ছবি টিকে থাকবে কারা কারা মনোনয়ন পেল তার তালিকা প্রকাশ করল দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। মোট ১১ টি  বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিল টড ফিলিপ্স পরিচালিত ছবি 'জোকার'।

আরও পড়ুন-'কাগজ আমরা দেখাব না', ভিডিওবার্তায় প্রতিবাদের ঝড় টলিউডে...

Latest Videos

অভিনেতা ওয়াকিন ফিনিক্স-এর অভিনয় নিয়ে কারও কোন সন্দেহ ছিল না। তার সঙ্গে সেরা ছবি, পরিচালনা, সিনেম্যাটোগ্রাফি -সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে এই ছবি। মোট ১১টি বিভাগে মনোনয়নের শীর্ষে রয়েছে এই ছবি। গত বছরের মতো এই বছরও ৯২ তম অস্কার অনুষ্ঠানে কোনও নির্দিষ্ট সঞ্চালক থাকছে না বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-মিথিলার পোস্টে কেন কাঁদার কথা বললেন সৃজিত, টুইট নিয়ে জল্পনা...

একনজরে দেখে নিন এবছরের অস্কারের তালিকা-

সেরা ছবি
 

জোকার

প্যারাসাইট

ফোর্ড ভার্সেস ফেরারি

১৯১৭

ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড

ম্যারিজ স্টোরি

দ্য আইরিশম্যান

জোজো ব়্যাবিট

লিটল উইম্যান

সেরা পরিচালক

টোড ফিলিপস (জোকার)

মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান)

স্যাম মেন্ডিস (১৯১৭)

বং জুন হো (প্যারাসাইট)

কোয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন এ টাইম.. ইন হলিউড)

 

সেরা অভিনেতা

জোয়াকিন ফিনিক্স (জোকার- আর্থার ফ্লেক/জোকার)

অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি- চার্লি বারবার)

লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড- রিক ডালটন)

আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি- সালভাদর মালো)

জনাথন প্রাইস (দ্য টু পোপস- পোপ ফ্রান্সিস)

 

সেরা অভিনেত্রী

স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি- নিকোল বারবার)

শার্লিজ থেরন (বম্বশেল- মেগান কেলি)

রেনে জেলওয়েগার (জুডি- জুডি গারল্যান্ড)

সিনথিয়া এরিভো (হ্যারিয়েট- হ্যারিয়েট টাবম্যান)

সার্সা রোনান (লিটন উইম্যান- জোসেফিন ‘জো’ মার্চ)

 

সেরা পার্শ্ব-অভিনেতা

ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম…ইন হলিউড- ক্লিফ বুথ)

টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড- ফ্রেড রজারস)

আল পাচিনো (দ্য আইরিশম্যান- জিমি হফা)

জো পেশি (দ্য আইরিশম্যান- রাসেল বাফালিনো)


অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস- পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ)


সেরা পার্শ্ব-অভিনেত্রী

লরা ডার্ন (ম্যারিজ স্টোরি- নোরা ফ্যান্স)

ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল- বারবারা ‘ববি’ জুয়েল)

মার্গো রবি (বম্বশেল- কায়লা পসপিসিল)

ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান- অ্যামি মার্চ)

স্কারলেট জোহানসন (জোজো ব়্যাবিট- রোজি বেজলার)

Share this article
click me!

Latest Videos

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya
এবার মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam | Bangladesh | India |
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today