পেশোয়ারা ঘর ছাড়লেই দোসর হয় মস্তানি, সংলাপে আপত্তি অষ্টম প্রজন্মের

  • আইনি জটিলতায় পড়তে চলেছে পানিপথ
  • মুক্তির এক সপ্তাহ আগে সমস্যার মুখে ছবি নির্মাতা
  • ছবির সংলাপে একাধিক গলদ
  • প্রশ্ন তুলল পেশোয়ার অষ্টম প্রজন্ম

হাতে রয়েছে মাত্র একটি সপ্তাহ। তারপরই মুক্তি পাবে অর্জুন ও কৃতি অভিনীত ছবি পানিপথ। ছবির কাজ শেষ, বর্তমানে পুরোদমে চলছে প্রচারপর্ব। সেখানেই এবার নয়া লুকে ধরা দিয়েছেন অর্জুন ও কৃতি। ছবর খবর প্রকাশ্যে আসামাত্রই তা ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম থেকেই দেখা গিয়েছিল ছবি ঘিরে নানা মন্তব্য ছড়াতে নেট দুনিয়া। এক তরফা যখন ব্যস্ত ছিল ছবির বিষয় নিয়ে চর্চায় তখনই অন্য দলের মুখে ছিল ছবি ঘিরে একাধিক বিতর্ক। 

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সেখানেই দেখা গিয়েছে অনবদ্য ছবির সেট, সিনেমাটোগ্রাফি সহ আরও অনেক কিছু খুবই যত্নের সঙ্গে ফুঁটিয়ে তোলা হয়েছে। তবে এবার বাদ সাধল ছবির সংলাপ। সেখানেই একটি জায়গায় দেখা যায়, যখন পেশোয়া যাচ্ছেন যুদ্ধে, তখন কৃতির মুখে শোনা যায়, আমি শুনেছি পেশোয়া যখন একা বেরিয়ে যানতখন সঙ্গে একজন মস্তানিকে নিয়ে ফেরেন। 

Latest Videos

সংলাপের এই অংশ ঘিরেই শুরু হয় বিপত্তি। ছবিতে পেশোয়াদের চরিত্র কলঙ্কিত করা হয়েছে বলেই দাবি তোলেন নেটিজেনরা। সমস্যার মুখে পড়তে হয় ছবিকে। কেবল এখানে পেশোয়াকেই যে খাটো করে দেখানো হয়েছে তা নয়, সঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মস্তানিকেও। তিনি হলেন বাজিরাও-এর বিয়ে করা স্ত্রী, ফলে তাঁকেও যথাযত সন্মান দেওয়া হয়নি ছবিতে। ফলে এই অংশ দিতে হবে বাদ। এই সমস্যার কথা তুলে ধরেই পেশোয়াদের অষ্টম প্রজন্ম নবাবজাদা শাদাব। তাঁর দাবি, যদি এই অংশ বাদিল করা না হয় তবে কোর্ট পর্যন্তও তিনি যেতে পারেন। 

Share this article
click me!

Latest Videos

'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
ফের চালু আমদানি রপ্তানি! অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললেন সীমান্ত বাণিজ্যিকরা | North 24 Parganas News
৪ বছর আগে কি ঘটেছিল? ৭ জন শয়তানের চরম সাজা দিল আদালত! দেখুন | Chinsurah News | Hooghly News