'ভাঙছে ঘর-ভাঙছে দেশ', সিএএ বিরোধিতায় আওয়াজ তোলার ডাক দিলেন পূজা ভাট

Published : Jan 28, 2020, 03:41 PM ISTUpdated : Jan 28, 2020, 04:04 PM IST
'ভাঙছে ঘর-ভাঙছে দেশ', সিএএ বিরোধিতায় আওয়াজ তোলার ডাক দিলেন পূজা ভাট

সংক্ষিপ্ত

সিএএ নিয়ে মুখ খুললেন পূজা ভাট প্রকাশ্যে জানালেন নিজের মতামত ছাত্রদের দাবি মানার অনুরোধ কড়া বার্তা দিলেন ভাট কন্যা

সিএএ নিয়ে এখনও উত্তাল দেশ। ছাত্রসমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন মহল মুখ খুলেছেন সিএএ-র প্রতিবাদে। সেই তালিকা থেকে বাদ পড়েনি বলিউড তারকাও। একাধিক সময় সিএএ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে স্বরা ভাস্কর থেকে শুরু করে সুশান্ত সিং-কে। এবার মুখ খুললেন মহেশ ভাটের কন্যা পূজা ভাট। 

আরও পড়ুনঃ ছবিতে মুগ্ধ হৃত্বিক, ফ্যানকে ধন্যবাদ জানিয়ে দিলেন খোলা চিঠি

সিএএ নিয়ে কড়া বার্তা দিলেন অভিনেত্রী। জানালেন, আমরা চুপ করে থেকে বাঁচব না, আর কেন্দ্রীয় সরকারও চুপ করেই থাকবে, কোনও পদক্ষেপই নেবে না। এখন কেন্দ্রের বিরুদ্ধে সকল বিরোধীদল একই জায়গায় এসেছে। ছাত্রসমাজ রুক্ষে দাঁড়িয়েছে। এবার আমাদেরও গলা ছেড়ে চিৎকার করতে হবে। আরও জোরে চিৎকার করতে হবে। গণতান্ত্রিক উপায় প্রতিবাদই প্রকৃত দেশপ্রেম। 

 

 

জেএনইউ নিয়ে একাধিক সেলিব্রিটি মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিএএ নিয়েও অনেকেই নিজের মতামত জানিয়েছেন। মোদীর সঙ্গে বৈঠকও করেছেন অনেকেই। তবে এই বিষয় এখনও মুখ খোলেননি আলিয়া ভাট। তবে মনের কথা এবার খুলে বললেন পূজা। তিনি আরও জানান, দেশের সকলস্তরের নেতাদের বলব ছাত্রদের দাবি মানুন। সাধারণ মানুষকে বলল আরও জোরে চিৎকার করতে। সিএএ এনআরসি সমর্থন করি না, এটা আমার ঘর ভাঙছে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার