বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ, জন্মদিনেই প্রকাশ্যে ছবির পোস্টার

Published : Jan 17, 2020, 08:56 PM IST
বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ, জন্মদিনেই প্রকাশ্যে ছবির পোস্টার

সংক্ষিপ্ত

জন্মদিনে নয়া চমক সিদ্ধার্থে মুক্তি পেল শেরশাহ ছবির পোস্টার তিন পোস্টারেই ব্যাকগ্রাউন্ডে কার্গিল বিক্রম বাত্রার ভূমিকাতে সিদ্ধার্থ

বৃহস্পতিবার মহাসমারহে পালন করা হয় সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠেছিল শুভেচ্ছাবার্তাতে। কোথাও আবার ফ্যানেদের ডাকে সারা দিয়ে সিদ্ধার্থ হাজির হয়েছিলেন সেলিব্রেশনে। এদিনই সকলের জন্য রিটার্ন গিফটেরও ব্যবস্থা করলেন সিদ্ধার্থ মালহোত্রা। 

আরও পড়ুনঃ সম্পর্ক ভাঙলেও ট্রেলার জুড়ে উষ্ণতা, লাভ আজ কাল-এ ঝড় তুললেন সারা

বৃহস্পতিবারই প্রকাশ্যে এল শেরশাহ-এর পোস্টার। সেখানেই নয়া ভূমিকাতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। পরণে জওানদের উর্দি, সঙ্গে গান, কার্গিলের পটভূমিতেই তুলে ধরা হয়েছে ছবির পোস্টার। বিক্রম বাত্রার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থকে। পরমবীর চক্র বিক্রম বাত্রার বায়োপিক শেরশাহ। এর আগে এই ধরনের চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যায়নি।

 

 

বৃহস্পতিবার নিজেই তিনটি ছবি শেয়ার করলেন সিদ্ধার্থ। সেখানেই দেখা গেল এক নয়া লুকে অভিনেতাকে। যদিও পোস্টারে ছবির পটভূমির ওপরই বেশি জোড় দেওয়া হয়েছে। এক ঝলকে দেখলে অনেকেই উরুর সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন এই ছবিতে সিদ্ধার্থের লুক। যদিও ছবির জন্য নিজেকে বিশেষভাবে গড়ে পিঠে নিয়েছেন সিদ্ধার্থ। এখন দেখার নয়া ভূমিকাতে কতটা দর্শকদের মন জয় করতে পারেন সিদ্ধার্থ। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?