হুডের নিচে মুখ লুকিয়ে বরুণ, ট্রেলারের অপেক্ষায় শুরু দিনগোনা

Published : Dec 12, 2019, 01:59 PM ISTUpdated : Dec 12, 2019, 02:04 PM IST
হুডের নিচে মুখ লুকিয়ে বরুণ, ট্রেলারের অপেক্ষায় শুরু দিনগোনা

সংক্ষিপ্ত

প্রকাশ্যে স্ট্রিটডান্সারের প্রথম লুক হুডের নিচে বরুণ বাড়িয়ে দিলেন উত্তেজনা চলছে ছবির শেষ পর্যায়ের কাজ ট্রেলার মুক্তির অপেক্ষায় দর্শকেরা

স্ট্রিট ডান্সার থ্রিডি-র ছবির কাজ শুরু হয়েছিল এক বছর আগে। তবে থেকেই চলছে জোর কদমে শ্যুটিং। কখনও নাচের রিহার্সাল কখনও আবার শ্যুটিং-এর তাগিদে বিদেশে পাড়ি, এভাবেই ধাপে ধাপে দীর্ঘদিন সময় নিয়ে গড়ে তোলা হচ্ছে স্ট্রিট ডান্সার থ্রি ডি ছবি। সেই ছবিরই এবার প্রকাশ্যে এল প্রথম পোস্টার। 

পোস্টার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল জল্পনা। অনবদ্য লুক ও স্মার্টনেস নিয়ে ধরা দিলেন বরুণ ধাওয়ান। কিন্তু কোথাও গিয়ে যেন চাহিদা মিটল না দর্শকদের। কারণ এই পোস্টারে দেখা গেল না বরুণ ধাওয়ানের মুখ। হুডারের নিচে থাকা অর্ধেক লুকেই এদিন উত্তাল নেট দুনিয়া। 

 

 

এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, শ্রোদ্ধা কাপুরকে। ছবির কাজ শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রোডাশনের কাজ। এর আগে নাচ নিয়ে এত বড় প্রজেক্ট হয়েনি ভারতে। ফলে ছবি নিয়ে আশা বাদী সকলেই। অনবদ্য নাচের মুভ থেকে শুরু করে থ্রিডি এফেক্ট, ছবি থেকে বাদ থাকছে না কিছুরই। ফলে এখন দর্শকদের অপেক্ষা কবে মুক্তি পাবে ছবির ট্রেলার। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?