এক হাতে স্যানিটারি ন্যাপকিন অন্য হাতে পদ্ম! দশভুজা ঋতাভরীর নয়া লুক

Published : Sep 30, 2019, 06:26 PM IST
এক হাতে স্যানিটারি ন্যাপকিন অন্য হাতে পদ্ম! দশভুজা ঋতাভরীর নয়া লুক

সংক্ষিপ্ত

ঋতাভরীর নয়া লুকে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় মহালয়ার দিন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল পোস্টার চলতি বছরেই মুক্তি পাবে নতুন ছবি মুখ্যভূমিকায় ঋতাভরী চক্রব্রতী

শুভ-অশুভর মেলবন্ধনেই ধরা দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এক দিকে নারী শক্তি, অন্যদিকে সমাজের নারীদের পিছিয়ে রাখার গল্পই এবার বলবেন অভিনেত্রী। দেবীপক্ষের সূচনায় এই দুইয়ের ভারসাম্য বজায় রাখার কথাই বললেন ঋতাভরীর এই লুক। 

আরও পড়ুনঃ মহালয়ার প্রকাশ্যে এলো অসুর ছবির পোস্টার

সম্প্রতি মেয়েদের সমাজের অবস্থান নিয়ে বেশ কয়েকটি তাতপর্যপূর্ণ প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শেয়ার করেছিলেন একাধিক ছবিও। যা ঘিরে রীতিমত তোলপার হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। এবার সেই এই বার্তা ধরা দিল উইন্ডোজ-এর নতুন ছবির পোস্টারে। 

 

ছবির নাম ব্রহ্মা জানে, গোপন কম্মটি। মহালয়ার দিনই মুক্তি পাওয়া এই লুক ঘিরে এখন টলিপাড়ায় জল্পনা তুঙ্গে। দশ হাতের দুই দিক, একদিকে হাতে শঙ্খ, পদ্ম, পঞ্চপ্রদীপ, ঘন্টা, তেমনই অন্য হাতে স্যানিটারি ন্যাপকিন, হট ব্যাগ, স্প্রে, ওষুধ। দুয়ের মাঝে সমাজে নারীর প্রকৃত ভুমিকা কী, কখনও দেবীরূপে পূজিত হন, কখনও আবার দেবতার আরাধনা থেকেই বঞ্চিত হন নারীরা। সমাজের এই বৈষম্যের গল্পই এবার বড় পর্দায়। চলতি বছরই মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়।
 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা