প্রকাশ্যে এল পরীমণির 'বেবিবাম্প', সযত্নে আগলে ব্যাঙের সঙ্গে পোজ দিলেন হবু মা

ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসার পর থেকে যেন সর্বদাই নেটিজেনদের চর্চায় রয়েছেন  পরীমণি। মা হওয়ার খবর দেওয়ার  পর থেকেই সকলের চোখ পরীমণির উপরে। একের পর এক নয়া বিতর্ক। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির । বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  ঢালিউডের অন্দরে  পরীমণিকে নিয়ে চর্চা বেড়ে চলেছে। শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির চেয়ে আর কেউ ভাল জানে না। সম্প্রতি প্রকাশ্যে এল পরীমণির বেবিবাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায়  বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণি।
 

ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণিকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসার পর থেকে যেন সর্বদাই নেটিজেনদের চর্চায় রয়েছেন  পরীমণি। মা হওয়ার খবর দেওয়ার  পর থেকেই সকলের চোখ পরীমণির উপরে। একের পর এক নয়া বিতর্ক। কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির । বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ।  ঢালিউডের অন্দরে  পরীমণিকে নিয়ে চর্চা বেড়ে চলেছে। শিরোনামে কীভাবে থাকতে হয় তা মনে হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির চেয়ে আর কেউ ভাল জানে না। সম্প্রতি প্রকাশ্যে এল পরীমণির বেবিবাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায়  বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন ঢালিউডের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত নায়িকা পরীমণি।

বিয়ের পর প্রথমবার ইদ সেলিব্রেট করছেন পরীমণি ও রাজ। তাদের ইদের দিনটিকে স্পেশ্যাল করে তুলতে দুদিন আগে তারা পাড়ি দিয়েছেন কক্সবাজারে। সমুদ্র-সৈকতেই বিয়ের পর প্রথম ইদ উদযাপন করছেন পরীমণি।  আপাতত কক্সবাজারে স্বামী শরিফুলের সঙ্গে ইদের ছুটি কাটাচ্ছেন নায়িকা। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন পরীমণি। এবার বেবিবাম্পেরও ছবি শেয়ার করেছেন নায়িকা। অভিনেত্রীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Latest Videos

 

 

 পরীমণির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দুই পাশে ব্যাঙ, তার মাঝে দাঁড়িয়ে রয়েছেন পরীমণি। চোখে মুখে ঠিকরে বেরোচ্ছে মাতৃত্বের আভা। সবুজ রঙের গাউন, হালকা লিপস্টিক, চোখে চশমা পরে সযত্নে বেবিবাম্প আগলে পোজ দিয়েছেন পরীমণি। পোস্ট করা ছবির ক্যাপশনেও লিখেছেন , 'ঢ্যাং ঢ্যাং'। সম্প্রতি পরীমণি জানিয়েছিলেন, আগামী দেড় বছর আর কোনও ছবিতে অভিনয় করবেন না তিনি।  যার ফলে আগামী ছবি প্রীতিলতা-র কাজও বেশ  দীর্ঘ সময়ের জন্য আটকে গেল। পরীমণির সিদ্ধান্তেই চিন্তার ভাঁজ পড়েছে পরিচালকের কপালে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন  পরীমণি। ছবিকে সেট থেকে প্রীতিলতার লুকও ভাইরাল হয় তারপরই জনপ্রিয়তায় সকলকে ফেলে এগিয়ে যান পরীমণি । চলতি বছরের শুরুতেই শরিফুলের সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন পরীমণি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে প্রথমে ছোটপর্দায় কাজ শুরু করেন তিনি। তারপর সেখান থেকে রূপোলি পর্দায় অভিনয় শুরু করেন তিনি। 'ভালবাসা সীমাহীন' ছবির মধ্য দিয়েই প্রথম বড় পর্দায় কাজ শুরু করেন পরিমণি  । এরপর সামাজিক ভাবে বিয়েও করেন পরীমণি  অভিনেত্রী আগেও জানিয়েছিলেন , 'গুনিন ' ছবির সেটে গোপনে রাজকে বিয়েও করেছিলেন পরীমণি। 

আরও পড়ুন-বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, পরপুরুষের সঙ্গে জলকেলিতে মত্ত মন্দিরা, রেগে আগুন সাইবারবাসী

আরও পড়ুন-লিভ-ইন সহবাস করেই কি বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া? মুখ খুললেন কেএল রাহুলের প্রেমিকা

আরও পড়ুন- সুডৌল স্তন ঢাকা ফিনফিনে কাপড়ে, দিশার আগুন ঝরানো সেক্সি ফিগারে ঝড় উঠল নেটপাড়ায়

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning