ভোট দেওয়ার পথে বিশেষ বার্তা প্রীতির, সেলফি শেয়ার করে ভক্তদের উৎসাহ দিলেন মাধুরী

Published : Oct 21, 2019, 01:19 PM ISTUpdated : Oct 21, 2019, 01:22 PM IST
ভোট দেওয়ার পথে বিশেষ বার্তা প্রীতির, সেলফি শেয়ার করে ভক্তদের উৎসাহ দিলেন মাধুরী

সংক্ষিপ্ত

ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিব শেয়ার তারকাদের ভোট দেওয়ার পথে বার্তা প্রীতি জিন্টার ভোট দিয়ে ছবি শেয়ার করলেন মাধুরী, রীতেশ কাজের ফাঁকে ভোট দিলেন বরুণ ধাওয়ান

সোমবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই তারকাদের ভীড় জমতে থাকে বিভিন্ন একারা বুথে। মুম্বাইয়ে ভোটে সামিল বিটাউনের তারকারা। দীর্ঘ লাইন এড়াতে এবং মানুষের সমস্যা না তৈরি করতে সাত সকালেই নিজের ভোট দান করতে হাজির হয়েছেন অনেকেই। 

 

 

এদিন সকালে আমির খান, কিরণ রাও সহ অনেকেই ভোট দান করেন। শুধু ভোট দেওয়া নয়, ভোট দানের পর ছবি শেয়ার করে ভক্ত তথা মুম্বইয়ের সকলে অনুপ্রাণিতও করলেন বিটাউনের তারকারা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে রীতেশ দেশমুখ সকলেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সেই ছবি। 

 

 

একইভাবে এদিন নিজের ভোট দানের পথে  থেকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তিনি জানান মুম্বইয়ের আস তাঁর নাগরিকদের প্রয়োজন। তাই ঘরে না থেকে সকলেই যথা সময় বেড়িয়ে এসে নিজেদের ভোট দিন। নাগরিক হিসেবে এটাই প্রধান কর্তব্য। 

 

 

বেলা খানিক বাড়ার সঙ্গে সঙ্গে বুথে হাজির হলেন বরুণ ধাওয়ান। হাতে এখন তাঁর একাধিক ছবির কাজ। তারই মাঝে যথা সময় হাজির হয়ে নিজের ভোট দান করে গেলেন অভিনেতা। সেই মুহুর্তের ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়। 

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার