সুখবর শোনালেন প্রযোজক, পর্দায় আবার ফিরছে সারকিট-মুন্না ভাই জুটি

Published : Feb 04, 2020, 03:53 PM ISTUpdated : Feb 04, 2020, 03:55 PM IST
সুখবর শোনালেন প্রযোজক, পর্দায় আবার ফিরছে সারকিট-মুন্না ভাই জুটি

সংক্ষিপ্ত

পর্দায় আসছে মুন্না ভাই সিক্যোয়েল সুখবর শোনালেন প্রযোজক ছবির খবর পাওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় ফেব্রুয়ারিতেই শুরু ছবির কাজ

পর পর দুই ছবিই হিট। লগে রহ মুন্না ভাই ও মুন্না ভাই এম বি বি এস। এরপর এই ছবির সিক্যোয়েন্স নিয়ে কোনও উচ্চ-বাচ্চাই করেননি পরিচালক কিংবা প্রযোজক। ২০২০-র শুরুতে এবার নতুন ছবির খবর শোনালেন বিধু বিনোদ চোপড়া। জানালেন আসতে চলেছে মুন্না ভাই ছবির সিক্যোয়েল। খবর প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ নুসরতের গোপন অঙ্গের পাশেই ট্যাটু, তা উন্মুক্ত রাখতেই পোশাক নির্বাচন

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া জানান, তিনি অনেকদিন ধরেই একটি মজার ছবি করতে চেয়েছিলেন। বেশ কয়েকটি ছবি করার পর আবারও তিনি সিদ্ধান্ত নিলেন মুন্না ভাই ছবির সিক্যোয়েল নিয়ে কাজ করবে। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। ফেব্রুয়ারির ১০ তারিখ থেকেই শুরু প্রস্তুতি।

 

এখানেই শেষ নয়, ছবির প্রযোজক আরও জানান, এই ছবিতে নিঃসন্দেহে থাকবেন সঞ্জয় দত্ত। পাশাপাশি ছবিতে রাখা হবে বাকি চরিত্রদেরও। বর্তমানে বিধু ব্যাস্ত তাঁর পরবর্তী ছবি শিকারার প্রমোশন নিয়ে। এই ছবির কাজ শেষে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে শিকার। এরপরই তিনি হাত দেবে মুন্না ভাই ছবির কাজে। বেশ কয়েকদিন পর্দায় নেয় সঞ্জয় দত্ত। ফলে তিনিও ফিরছেন পর্দায়, সেই বিষয়ও নিশ্চিত হলেন তাঁর ভক্তরা। 
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে