পাকিস্তানের পতাকা শরীরে কেন জড়ালেন রাখি সাওয়ান্ত! মুহূর্তে ভাইরাল সেই ছবি

  • বিতকের্র আর এক নাম রাখি সাওয়ান্ত। ঘটনা যা-ই হোক, তাতে বিতর্ক যুক্ত করতে সব সময়ে প্রস্তুত থাকেন তিনি।
  • আর সেই বিতর্কের জন্য়ই বার বার খবরের শিরোনামে উঠে  আসেন তিনি।
  • এবার পাকিস্তানের পতাকা শরীরে জড়িয়ে বিতর্কের ঝড় তুললেন রাখি। 
     
swaralipi dasgupta | Published : May 9, 2019 8:43 AM IST

বিতকের্র আর এক নাম রাখি সাওয়ান্ত। ঘটনা যা-ই হোক, তাতে বিতর্ক যুক্ত করতে সব সময়ে প্রস্তুত থাকেন তিনি। আর সেই বিতর্কের জন্য়ই বার বার খবরের শিরোনামে উঠে  আসেন তিনি। এবার পাকিস্তানের পতাকা শরীরে জড়িয়ে বিতর্কের ঝড় তুললেন রাখি। 

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে, রাখি একটি থাই হাই স্লিট পোশাক পরে রয়েছেন এবং গায়ে পাকিস্তানের পতাকা জড়িয়ে রয়েছেন। একটি ঝর্ণার ধারে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন রাখি। মুহূর্তে সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। ছবির ক্য়াপশনে তিনি লেখেন, আমি ভারতকে ভালবাসি। কিন্তু 'ধারা ৩৭০'-এ এটা আমার চরিত্র। 

Latest Videos

 

 

এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্য়ে একটি ভিডিও পোস্ট করে এই পুরো বিষয়টির খোলসা করেন রাখি। সেই ভিডিওতেই তিনি বলেন, তিনি 'ধারা ৩৭০' নামে একটি ছবিতে অভিনয় করছেন। এক কাশ্মীরি পণ্ডিতের জীবন নিয়ে। সেই ছবিতেই একটি পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করছেন রাখি। ছবিতে একটি জঙ্গি সংগঠনটি ছোট শিশুদের ধরে এনে সন্ত্রাসবাদী করে তোলে। রাখির চরিত্রটি সেই জঙ্গি সংগঠনের কার্যকলাপ হাতে নাতে ফাঁস করে।  

 

 

রাখি এই ভিডিওটিতে এসে বলেন, আমি এই ছবিতে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করছি। পাকিস্তানের বাসিন্দাদেরও মন থাকে। ওরাও খুব মিষ্টি হয়। সবাই খারাপ হয় না। কিছু লোক আছে যারা বাচ্চাদের জিহাদের দিকে ঠেলে দেয়, নিজের দেশের বিরুদ্ধে, আল্লার বিরুদ্ধে মানব বোমা তৈরি করে। কিন্তু আমি পাকিস্তানকে খুব শ্রদ্ধা করি। 

তবে এই ছবিতে আর কে কে অভিনয় করছেন, কার পরিচালনা বা কবে মুক্তি পাবে এসব কিছুই জানা যায়নি। 

 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News