ভালো করে তুমি চেয়ে দেখো, গানে আবারও নেট দুনিয়ায় ঝড় রাণুর

Published : Jan 10, 2020, 09:19 PM IST
ভালো করে তুমি চেয়ে দেখো, গানে আবারও নেট দুনিয়ায় ঝড় রাণুর

সংক্ষিপ্ত

নয়া গান রাণুর নীল শাড়িতে নেট দুনিয়ায় হাজির লতা কণ্ঠী শোনালেন ভালো করে তুমি চেয়ে দেখো মুহূর্তে ভাইরাল গান

২০১৯ সালে সর্বাধিক খবরের শিরোনামে উঠে এসেছিলেন যিনি তিনি হলেন রাণু মণ্ডল। রানাঘাট স্টেশন থেকে বলিউড ছবি, ২০১৯ দেখেছে রাণু স্বপ্ন পূরণের গল্প। গলি থেকে রাজপথ, এক নয়া ছকে বাঁধা পড়েছিল রাণু মণ্ডলেন জীবন। তবে এবার রাণুর গলায় এক অন্য সুর। ২০১৯ শেষের দিক থেকেই সেভাবে সোশ্যাল মিডিয়ায় আর দেখা মেলেনি রাণুর। 

আরও পড়ুনঃ "আগে হিট ছবি বানান, তারপর মোদীর সমালোচনা করবেন", কাশ্যপকে পরামর্শ বাবুলের

মাঝে বেশ কয়েকদিন খবরের শিরোনাম থেকে সরে গিয়েছিলেন রাণু মণ্ডল। কিন্তু কোথাও গিয়ে যেন আজও সকলের মনে তরতাজা তাঁর স্টেশন টত্বর থেকে শুরু হওয়া জার্নি। কেমন আছেন এখন রাণু মণ্ডল। এক কথায় বলতে গেলে ভালো। একের পর এক শোও পাচ্ছেন তিনি। সকলেই তাঁর কদর করছেন। বিতর্ক ভূলে অনেকেই ফোনের কলার টিউনও রেখেছেন রাণুর গান। 

সেই রাণু মণ্ডল বছরের শুরুতেই আবারও দর্শকদের দিলেন নয়া উপহার। ভালো করে তুমি চেয়ে দেখো, গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। পরমে নীল শাড়ি, আস্ত গানটি হাসি মুখে গেয়ে শোনালেন সকলকে। বছরের প্রথমে এটিই রাণু তরফ থেকে উপহার। বর্তমানে রাণু মণ্ডল সেলিব্রিটি। ফলে তাঁর গলায় নতুন গান আসতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?