পোশাক বিভ্রাটে রণবীর, নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেতা

Published : Jan 26, 2020, 04:18 PM IST
পোশাক বিভ্রাটে রণবীর, নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেতা

সংক্ষিপ্ত

নয়া লুকে রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি মুহূর্তে ট্রোলের শিকার রাতারাতি ভাইরাল ছবি

পোশাক নিয়ে রণবীর সিং-এর যে সমাজে এক ভিন্ন পরিচিতি আছে তা আর বলার অপেক্ষা রাখে না। অনুষ্ঠান, পার্টি থেকে শুরু করে রেড কার্পেট, রণবীর সিং-এর উপস্থিতিতেই যেন নয়া লুক সকলেরই নজরে আসে। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা ঘাঁটলেই লক্ষ্য করা যাবে যে অভিনেতা কতটা নিজের পোশাক নিয়ে সচেতন, পাশাপাশি প্যাশনেট। 

আরও পড়ুনঃ কঙ্গনার ঝুলিতে পদ্মভূষণ, তালিকাতে বলিউডে আর কোন কোন তারকা

তবে সবর্দা সেই কৌশল কাজে যে দেয় না তার মালুম এবার পেলেন অভিনেতা। নিজের বিবাহ বার্ষিকীতে যে পোশাকটি পরেছিলেন তিনি, সেই একই প্রিন্টের কাপড় রানি মুখোপাধ্যায়ের পরনে দেখে কটাক্ষ করতে ছারেনি নেটিজেনরা, এবার লেডিস স্পেশল পোশাক দেখে কীভাবে চুপ থাকে নেট দুনিয়া। 

 

 

সম্প্রতি রণবীর সিং-এর পরণে দেখা গেল একটি প্রিন্টেড জামা, নিচে পালাজো, সঙ্গে বরফি কাটিং সানগ্লাস। এই লুক প্রকাশ্যে আসার পরই নেট দুনিয়ায় তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কী বর্তমানে দীপিকার পোশাকই পরছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিকে ঘিরে এভাবেই ট্রোলের শিকার হতে হয় রণবীর সিং-কে। মুহূর্তে সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার