হাসপাতাল থেকে ফিরে কেমন দেখতে হল লতা মঙ্গেশকরকে, প্রকাশ্যে সুর সম্রাজ্ঞীর ছবি

  • হাসপাতাল থেকে ছুটি পেলেন লতা মঙ্গেশকর
  • প্রকাশ্যে এল সুর সম্রাজ্ঞীর বর্তমান ছবি
  • অসুস্থতার জেরে ভেঙেছে শরীর
  • এখন শারীরিক অবস্থা স্থিতিশীল

বার্ধক্যের জেরে ক্রমেই ভাঙছে শরীর। এরই মাঝে একাধিকবার হাসপাতাল মুখো লতা মঙ্গেশকর। বর্তমানে কেমন দেখতে হয়েছে তাঁকে। হাসপাতাল ছেকে সোমবার ছুটি পাওয়ার পরই প্রকাশ্যে এল সেই ছবি। নার্সদের পাশে নিয়ে হুইল চেয়ারে বসে রয়েছেন লতা মঙ্গেশকর। মুখের আদল বদলিয়েছে তাঁর। অসুস্থতার ছাপ পড়েছে চোখে-মুখে। 

Latest Videos

নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়েই সাহপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। গত ২৮ দিন ধরে তিনি ভর্তি ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। ফলে ছুটি পেলেন সুর সম্র্রাজ্ঞী। গায়িকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্রই সোশ্যাল মিডিয়ার পাতা ভরেছিল টুইটে। মাঝে মধ্যে প্রকাশ্যে আসছিল গায়িকার সঙ্কট অবস্থার খবর। 

 

 

বর্তমানে লতা মঙ্গেশকর ভালো আছেন। সোমবার নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় সেই খবর জানালেন লতা মঙ্গেশকর। সঙ্গে ধন্যবাদ জানালেন হাসপাতাল কতৃপক্ষকেও। লিখলেন নমস্কার, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি  হয়েছিলাম।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh India-কে বেশি চুলকোতে আসবেন না!’ Yunus সরকারকে চরম হুঁশিয়ারি Suvendu Adhikari-র
Padma Shri খেতাবের পর এবার কী রাজনীতিতে পা কার্তিক মহারাজের? খোদ খোলসা করলেন ভারত সেবাশ্রমের অধ্যক্ষ
পালাতে গিয়েই পড়লো ধরলো! কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ফের দুই Bangladeshi রোহিঙ্গা | Nadia News Today
Republic Day-তে চরম বিতর্ক! জাতীয় পতাকা উত্তোলনে বাঁধা RPF-এর, চাঞ্চল্য Nabadwip-এ
শুধু কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কি হবে বাংলাদেশের? জানিয়ে দিলেন শুভেন্দু! | Suvendu Adhikari