দেবীপক্ষের সূচনা লগ্নে এবার 'মহিষাসুরমর্দিনী' ঋতুপর্ণা, প্রকাশ্যে এল প্রথম ছবি

Published : Aug 10, 2022, 06:03 PM ISTUpdated : Aug 10, 2022, 08:25 PM IST
দেবীপক্ষের সূচনা লগ্নে এবার  'মহিষাসুরমর্দিনী' ঋতুপর্ণা, প্রকাশ্যে এল প্রথম ছবি

সংক্ষিপ্ত

বড়পর্দায় তাঁর বলিষ্ঠ অভিনয় দক্ষতার দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে ছোট পর্দায় তাঁকে সেভাবে পাওয়া যায়নি, কিন্তু এবার দুর্গাপূজোয় ছোটপর্দার দর্শকদের কাছেও ঋতুপর্ণাকে পৌঁছে দেবে কালার্স বাংলা। চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ সংস্থাকে জানানো হয় ২০২২-এর দূর্গাপূজোয় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গত বছর এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে।

 

দেবীপক্ষের সূচনা লগ্নে এবার থাকছে নয়া চমক। বড়পর্দায় দর্শকের মন জয় করার পরে এবার ছোট পর্দাতেও 'ঋতু' ম্যাজিক। মহালয়ার পুণ্য তিথিতে কালার্স বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দেবী দূর্গার সাজে অভিনেত্রীর প্রথম ছবি। 

বড়পর্দায় তাঁর বলিষ্ঠ অভিনয় দক্ষতার দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে ছোট পর্দায় তাঁকে সেভাবে পাওয়া যায়নি, কিন্তু এবার দুর্গাপূজোয় ছোটপর্দার দর্শকদের কাছেও ঋতুপর্ণাকে পৌঁছে দেবে কালার্স বাংলা। চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ সংস্থাকে জানানো হয় ২০২২-এর দূর্গাপূজোয় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গত বছর এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে।

আরও পড়ুন'চাঁদের বাড়ি' আজ 'আলো'হীন- চোখের জলে প্রিয় পরিচালককে বিদায় ঋতুপর্ণা সেনগুপ্তের

বুধবার চ্যানেলের পক্ষ থেকে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেবী দূর্গার সাজে দেখা যায় ঋতুপর্ণাকে। লাল বেনারসির সঙ্গে অলঙ্কারে সাজ, মাথায় মুকুট ও কপালে ত্রিনয়নে সজ্জিত 'দেবী'কে দেখে মুগ্ধ দর্শকরা। 

আরও পড়ুন'চরম দুঃখ-কষ্টেও আশা-ভরসা ছাড়তে নেই', রবি ঠাকুরের স্মরণে ঋতুপর্ণা সেনগুপ্ত

এই বছর মহালয়ার পুণ্য লগ্নে দেবী দূর্গার দশমহাবিদ্যাকে তুলে ধরবে চ্যানেল। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দেবী দশমহাবিদ্যা'। প্রসঙ্গত দূর্গার বাকি নয় অবতারে কাঁদের দেখা যাবে সেই প্রশ্নের কোনও যথাযথ উত্তর এখনও না মিললেও অভিনেতা সহ নানা মাধ্যমের জনপ্রিয় মুখদের দেখা যাবে এই প্রভাতী অনুষ্ঠানে বলে জানা যাচ্ছে। 
এ বছরের পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুভ সূচনা লগ্নকে আরও জৌলুসপূর্ণ করে তুলতে উদ্যোগী কালার্স বাংলা। 

আরও পড়ুনসিঙ্গল মাদার ঋতুপর্ণা, 'আকরিক' দিয়ে পর্দায় কামব্যাক ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে