মুহূর্তে মাথা গরম নবাব পুত্রের, পেছন থেকে বেপাত্তা করিনা

Published : Jan 13, 2020, 07:45 PM IST
মুহূর্তে মাথা গরম নবাব পুত্রের, পেছন থেকে বেপাত্তা করিনা

সংক্ষিপ্ত

তৈমুরকে কোলে নিয়ে এগিয়ে গেলেন সইফ ছবি তোলার অনুরোধে ঠেলাঠেলি মুহূর্তে রেগে গেলেন নবাবপুত্র পেছন থেকে বেপাত্তা করিনা কাপুর

প্রথম থেকেই সইফ পরিবার স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছিলেন তৈমুরকে নিয়ে বেশি আলোচনা বা ছবি তোলা তাঁরা পছন্দ করেন না। তা এবার প্রকাশ্যেই প্রমাণ করেদিলেন সইফ আলি খান। সইফ-করিনা পুত্র তৈমুর জন্মলগ্ন থেকেই লাইম লাইটে। তার খাদ্য তালিকা থেকে শুরু করে দিওয়ালি সেলিব্রেশন, বাদ পড়েনি কিছুই। 

আরও পড়ুনঃ শ্যুটিং সেটে গুরুতর আহত শাহিদ, ফাটল মুখ, পড়ল ১৩টি সেলাই

সম্প্রতি করিনা কাপুর, সইফ আলি খান ও তৈমুর আলি খানিকে একই সঙ্গে দেখা গেল এয়ারপোর্টের বাইরে। একই সঙ্গে তিন তারকাকে দেখে মুহূর্তে ভরে গেল চত্বর। একের পর এক ছবি তোলার অনুরোধ আসতে থাকল সকলের পক্ষ থেকে। প্রথম এক-দুবার হাসি মুখে ছবি তুললেও ভিড় বাড়তে থাকায় রেগে গিয়ে তৈমুরকে কোলে তুলে নিলেন সইফ আলি খান। হনহনিয়ে এগিয়ে গেলেন। 

 

 

খানিকটা পরই হুঁস হল সইফ আলি খানের পেথনে কি রয়েছেন করিনা কাপুর! পেছন ফিরতেই অবাক কাণ্ড। সেখানে নেই করিনা। বেশকিছুটা দূরে খানিকটা ভিড়, সেখানেই কি আটকে পড়েছেন তিনি, এমনই ভেবে হয়তো এগিয়ে গেলেন আরও খানিকটা। এরই মাধে তৈমুর ও সইফের পাশেও ভিড় জমাতে থাকেন মানুষেরা। রেগে গিয়ে হাতও সরিয়ে দেন সইফ। তখনও দেখা মেলে না করিনার। মুহুর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?