বাবার ছবির সিক্যুয়েলে মেয়ে, ট্রেলার দেখে কী প্রতিক্রিয়া সইফের

Published : Jan 19, 2020, 10:02 AM ISTUpdated : Jan 19, 2020, 10:06 AM IST
বাবার ছবির সিক্যুয়েলে মেয়ে, ট্রেলার দেখে কী প্রতিক্রিয়া সইফের

সংক্ষিপ্ত

মুক্তি পেল লাভ আজ কাল-এর ট্রেলার ট্রেলার মুক্তিতে মুখ খুললেন সইফ স্পষ্ট জানালেন কোন ছবির ট্রেলার ভালো প্রতিযোগিতার মুখে পিতা-পুত্রী

২০০৯ থেকে ২০২০। এক দশদের বিরতি আবারও পর্দায় আসতে চলেছে লাভ আজ কাল ছবি। ২০০৯-এ মুক্তি পাওয়া লাভ আজ কাল ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। বক্স অফিসেও ভালো প্রভাব ফেলেছিল এই ছবি। এবার লাভ আজ কাল ছবির সিক্যুয়েলে থাকছেন সইফ কন্যা সারা আলি খান। ট্রেলার মুক্তির পরই মুখ খুললেন নবাব পুত্র। 

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় আহত শাবানা আজমি, দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী

সম্প্রতি সইফ আলি খানকে প্রশ্ন করা হয় তাঁর মেয়ের ছবির ট্রেলার কেমন লেগেছে, উত্তরে মনের কথা খুলে জানালেন সইফ আলি খান। তাঁর মতে তাঁদের ট্রেলারটা বেশ সুন্দর ছিল। স্পষ্টভাষায় সারার ট্রেলারের সমালোচনা না করলেও এই মন্তব্য করার পরই একটা ইঙ্গিত স্পষ্ট যে তিনি খানিকটা এগিয়ে রাখলেন ২০০৯-এর লাভ আজ কাল-কে। 

শুক্রবারই প্রকাশ্যে এসেছে লাভ আজ কাল ছবির সিক্যুয়েলের ট্রেলার। সেই ছবিতেই সারা আলি খানের বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়নকে। ট্রেলার মুক্তির পরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। কোথাও সারার অভিনয় এক কথায় প্রশ্নসিত হয়, কোথাও আবার তাঁর হট লুক ও সংলাপের জন্য ট্রোলের শিকার হতে হয়। ট্রোলের শিকার হন সইফ আলি খানও।  

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা