চুলবুল পান্ডে নয়, ইদের মরশুমে বাজিমাত করতে ফ্লোরে পা রাধে-র

শ্যুটিং শেষ দাবাং থ্রি-এর 

প্রচারে নামার আগেই নতুন ছবির কাজে হাত সলমন খানের

শ্যুটিং শুরু হল রাধে ছবির

সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল ভিডিও

একের পর এক ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত সলমন খান। চলতি বছর ইদে বক্স অফিস কাঁপানোর পরই প্রকাশ্যে এনে ছিলেন আগামী বছর ইদের ছবির নাম, ইনশাল্লাহ। সেই ছবিতেই সলমন খানের বিপরীতে কাজ করার কথা ছিল আলিয়া ভাটের। নতুন জুটিকে এক সঙ্গে দেখার সাধ ছিল অনেক ভক্তেরই। তবে সেই ছবির কাজ অসম্পূর্ণ রেখেই ফ্লোর ছাড়েন সলমন খান।

 

Latest Videos

 

মুহুর্তের মধ্যে হতাসা দেখা দেয় সলমন ভক্তদের মধ্যে। তবে কি আগামী ইদে দেখা মিলবে না ভাইজানের। নাহ, নিজেকে তিনি ইনশাল্লাহ থেকে সরিয়েছেন, কিন্তু ইদের বক্স অফিস থেকে নয়। ২০২০ সালের ইদে নতুন ছবি নিয়ে ফিরছেন সলমন খান। সম্প্রতিই সেই ছবির নামও ঘোষণা করেছেন তিনি, রাধে। তবে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছেন একজনই চুলবুল পান্ডে।

 

 

বর্তমানে তাঁর নজর আগামী ছবি দাবাং থ্রি-তে। সেই ছবির শ্যুটিং-এর কাজ শেষ করে এখন ইদের মুক্তিতে নজর দিয়েছেন সলমন খান। সেই ছবিরই শ্যুটিং শুরু হল ৪ নভেম্বর। প্রথম দিন ফ্লোরে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রাধে-র ছবি। দাপটের সঙ্গেই ফ্লোরে ঢুকছেন রাধে। চুলবুল পান্ডের থেকে তাঁর পরিচিতি এইমুহুর্তে নেহাতই কম নয়।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari