করোনায় সাহায্যের হাত সলমনের, দায়িত্ব নিলেন ২৫ হাজার জুনিয়ার টেকনিশিয়ানের

Published : Mar 30, 2020, 10:37 AM IST
করোনায় সাহায্যের হাত সলমনের, দায়িত্ব নিলেন ২৫ হাজার জুনিয়ার টেকনিশিয়ানের

সংক্ষিপ্ত

করোনার জেরে ক্রমেই বাড়ছে আতঙ্ক ভাইরাসের পাশাপাশি বাড়ছে অর্থ-খাদ্যের অভাবের ভয় এমনই ২৫০০০ দিন মজুরের ভার নিলেন ভাইজান বলিউডে জুনিয়ার টেকনিশিয়নদের খাওয়াবেন তিনি 

ভারতের বুকে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমনের পরিস্থিতি। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪৮। এমনই পরিস্থিতিতে উভয় সংকটে দেশের হাজার হাজার মানুষ। করোনার জেড়ে যেমন প্রাণ নিয়ে সংশয়, তেমনই আর্থিক উপার্যনের কথা মাথায় রেখেও অনেকেই নিয়ম ভেঙে বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে। এমনই পরিস্থিতির সন্মুখীন হয়েছে যাঁরা তাঁদের পাশে সাধ্য মত সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেকেই। 

আরও পড়ুনঃ প্রাক্তনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব, 'মেনে নেব না', আলিয়ার দাবিতে বিরক্ত রণবীর

চলছে ২১ দিনের লক ডাউন। দেশ সর্বস্তরে আর্থিক ক্ষতির সন্মুখীন।  দিন আনা দিন খাওয়া শ্রমিকদের মাথায় হাত। আবার কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, এই চিন্তাতেই এখন প্রহরগুণছে বলিউডের জুনিয়ার টেকনিশিয়ানেরা। বন্ধ স্টুডিও পাড়া। কাজ নেই। ফলে আর্থিক সংগতিরও অভাব। কীভাবে কাটবে দিন, এমনই পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন সলমন খান। 

আরও পড়ুনঃ অবসরে কি সন্তান নেওয়ার কথা ভাবছেন নিক-প্রিয়ঙ্কা, খোলাখুলি জানালেন পিগি চপস

বলিউডের ২৫০০০ জুনিয়ার টনশিয়ানের ভার নিজের কাঁধে তুলে নিলেন সলমন খান। যতদিন চলবে লক ডাউন, ততদিন তাঁদের খাদ্যের যোগান দেবেন সলমন খান। এমন খবর সামনে উঠে আসা মাত্রই স্বস্তি ফেরে জুনিয়ার টেকনিশিয়নদের। পাশাপাশি আরও একবার সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন নেটিজেনরা। ইতিমধ্যেই করোনার প্রকোপে লড়াই করতে সাহায্যের হাত বাড়িয়েছেন অক্ষয় কুমার সহ বিভিন্ন তারকারা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার