ঐশ্বর্যের মা-বাবাকেও ছাড়েননি সলমন! নিজেই একথা প্রকাশ্যে আনেন সল্লু ভাই

  • বলিউডে কখনওই পুরনো হবে না সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের খবর
  • এক সময়ে প্রেমে মগ্ন ছিলেন দুজনে
  • তার পরে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে ছিল যে  আজও দুজনের মধ্যে মুখ দেখাদেখি নেই
swaralipi dasgupta | Published : Jul 9, 2019 7:52 AM IST / Updated: Jul 09 2019, 01:32 PM IST

বলিউডে কখনওই পুরনো হবে না সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের খবর। এক সময়ে প্রেমে মগ্ন ছিলেন দুজনে। কিন্তু তার পরে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে ছিল যে  আজও দুজনের মধ্যে মুখ দেখাদেখি নেই। হম দিল দে চুকে সনম ছবির পরে আর দুজনকে জুটি বাঁধতে দেখা যায়নি। 

বলিউডে একথা সেই সময়ে সর্বজনবিদীত ছিল যে দুজনের মধ্যে সম্পর্ক এমন পর্যায় গিয়েছে যে সলমন শারীরিক ভাবেও ঐশ্বর্যকে অত্যাচার করছেন। এখানেই শেষ নয়। ঐশ্বর্যের মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করেছিলেন সলমন খান। একথা নিজে স্বীকারও করেছিলেন সলমন। 

Latest Videos

আরও পড়ুনঃ শরীরচর্চায় ব্যস্ত সলমন! হঠাৎ প্রিয় পোষ্য এসে কী কাণ্ড ঘটালেন, দেখুন ভিডিও

এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে সলমন বলেছিলেন তিনি বেশ কয়েকবার অ্যাশের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আর জন্য দুঃখপ্রকাশও করেছিলেন সল্লুভাই। তিনি বলেছিলেন, ওঁরা কখনও আমায় ঐশ্বর্যর সঙ্গে দেখা করতে বাধা দেননি। কিন্তু তাও আমি খারাপ ব্যবহার করেছিলাম। ঐশ্বর্য আমার এই ব্যবহার পছন্দ করত না। সেটাই স্বাভাবিক। আমার বাবার সঙ্গেও কেউ খারাপ ব্যবহার করলে আমিও তা মেনে নিতাম না। 

সলমন একথাও বলেন, তাঁর দিক থেকে  প্রেম যতটা ছিল, ঐশ্বর্যর দিক থেকে তেমন ছিল না। বলতে গেলে এক তরফের প্রেমই ছিল। ঐশ্বর্যের দিক থেকে একই রকম ভালোবাসা না পাওয়াতেই সলমন হিংসা-অত্যাচার করতেন। আর এতেই আর সম্পর্ক এগোয়নি। এসব দিনের পর দিন চলতে থাকায় সম্পর্কে ইতি টেনে দেন ঐশ্বর্য। তার পরেও সলমন ঐশ্বর্যর বাড়িতে গিয়ে অনেক গোলমাল করেন। কিন্তু তা-ও সম্পর্ক আর জোড়া লাগেনি। 

এখন যদিও দুজনের রাস্তা সম্পূর্ণ আলাদা। ঐশ্বর্য এখন অভিষেক বচ্চনেক ঘরনি। আর অন্যদিকে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
North Sonarpur Book Fair 2024: উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today