খাম-ঠোঙা বানিয়ে ১০ পয়সা রোজগার, দুঃসময়ের কথা খোলসা করলেন সঞ্জয় দত্ত

Published : Dec 07, 2019, 02:11 PM IST
খাম-ঠোঙা বানিয়ে ১০ পয়সা রোজগার, দুঃসময়ের কথা খোলসা করলেন সঞ্জয় দত্ত

সংক্ষিপ্ত

ঠোঙা বানিয়ে ১০ পয়সা আয় ছবির গল্পই সত্য অকপট স্বীকারক্তি সঞ্জয় দত্তের রিয়ালিটি শো-তে এসে শেয়ার করলেন জীবনের অন্ধকার অধ্যায়ের কথা

সঞ্জু ছবির মধ্যে দিয়ে সঞ্জয় দত্তের জীবনের কথা এখন অনেকেরই জানা। বেশ কিছুটা অধ্যায় মানুষের কাছে যেন স্পষ্ট করেই তুলে ধরেছিল এই ছবি। কিন্তু কোথাও গিয়ে এই ছবির গল্পকেই আরো বেশি জোরালো করে তুলেছিলেন সঞ্জয় দত্ত। জীবনে তাঁর একাধিক অধ্যায়, কখনও তিনি সুপারস্টার, কখনও আবার শ্রীঘরে বাস। নিজেই এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন সঞ্জয় দত্ত। 

আরও পড়ুনঃ বছরের শুরুতেই ভূতের দাপট, আসছে চার পরিচালকের হাড়হিম করা ওয়েব সিরিজ

এক একটি ছবির জন্য যেই অভিনেতা লাখ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, সেই মানুষটাকেই ১০ পয়সার জন্য বানাতে হয়েছিল খাম, ঠোঙা। জেলে থাকার সময় এমনভাবেই দিন কেটেছিল সঞ্জয় দত্তর। ছবিটেও দেখানো হয়েছিল তাঁকে সাধারণ কয়দিদের মতই রাখা হয়েছিল। সকলের মত সাজা কমানোর মেয়াদের জন্য তিনিও কাজ করতেন। এর থেকে পয়সাও মেলে। যা বাড়ি ফেরার সময় কয়দিদের দেওয়া হয়ে থাকে। 

আরও পড়ুনঃ এক ঘন্টার পারিশ্রমিক কোটি, নিউ ইয়ারে ঝড় তুলতে এমনটাই চাইলেন উর্বশী

সম্প্রতি একটি রিয়ালিটি শো-তে প্রশ্ন করা হয় সঞ্জয় দত্তকে, ছবির এই দৃশ্য কতটা সত্য। প্রকাশ্যেই তিনি তা স্বীকার করে নিয়ে জানান, সংশোধনাগারে এভাবেই থাকতেন তিনি। এই কাজ শিখতে তাঁর সময় লেগেছিল বেশ কিছুদিন। রীতিমত ঠোঙা-খাম বানাতেন তিনি। সেই দিয়ে রোজগার যা হত, তা দিয়ে রাখী কিনেছিলেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?