সঞ্জয় লীলা বনশালি নয় শ্রেয়া ঘোষালের গানে মুগ্ধ হয়ে পরিচালককে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন অন্য কেউ চিনে নিন কে সে

বহরমপুরের এক ব্রাহ্মণ পরিবারের জন্মেছিলেন শ্রেয়া ঘোষাল। গানের শখ ছিল ছোটো থেকেই। ছোট্টবেলা থেকেই সঙ্গীতে তালিম নিয়েছেন শ্রেয়া ঘোষাল। মায়ের সঙ্গে বসে তানপুরার তালিম নিতেন ছোট্ট শ্রেয়া। এরপর মাত্র ১৬ বছর বয়সে জিটিভি সা রে গা মা পা - এ অংশগ্রহণ করেন। আর সেই শো দেখে পরিচালক সঞ্জয় লীলা বনশালির শ্রেয়ার গানের প্রশংসা করেন তারই পরিবারের একজন, জানুন কে সে?
 

মাত্র চার বছর বয়স থেকেই গানের তালিম শুরু করেছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এরপর ছয় বছর বয়সে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও করতে শুরু করেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তারপর ১৬ বছর বয়সে জি টিভি সা রে গা মা পা (ZEE TV Sa re ga ma pa) অনুষ্ঠানে শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর মিষ্টি গলা নজর কেড়েছিল সেই শো- এর সকল দর্শকের। জি টিভি সা রে গা মা পা (ZEE TV Sa re ga ma pa) ২০০০- এর বিজয়ী ও হন শ্রেয়া এবং এই একটি শোই বদলে দিয়েছিল তাঁর জীবন।  কীভাবে জানেন? সা রে গা মা পা - এ অংশগ্রহণকালে শো- এর বিচারক এবং সুরকার কল্যাণজী বীরজী শাহের নজর কেড়েছিলেন শ্রেয়া। কল্যাণজীর কাছে দেড় বছর তালিম গ্রহণ করেছিলেন এবং পরে মুক্তা ভিড়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম চালিয়ে যান শ্রেয়া। শুধু তাই নয় জি টিভি সা রে গা মা পা - এর দর্শক ছিলেন পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বনশালির মা (Sanjay Leela Banshali's Mother)। 

শো চলাকালীন একদিন তিনি সঞ্জয় লীলা বনশালিকে (Sanjay Leela Banshali) ডাকেন শ্রেয়ার গান শোনার জন্য এবং নিজের গান দিয়ে বনশালিকে তখনই মুগ্ধ করেছিলেন শ্রেয়া (Shreya Ghoshal) যা ছিল বলিউডে তাঁর কেরিয়ারের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। শ্রেয়া ঘোষালের গান শুনে সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Banshali) তাকে তাঁর পরবর্তী ছবিতে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বনশালি বলেছিলেন যে, শ্রেয়ার কণ্ঠে যে নিষ্পাপতা ছিল তা দেবদাস (২০০২) সিনেমায় পারো চরিত্রের জন্য প্রয়োজন ছিল। 

Latest Videos

আরও পড়ুন- 'বাম্পার ওপেনিং' বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ঝড়ে কাঁপছে বক্স অফিস

আরও পড়ুন- প্রথম দেখাতেই করিশ্মাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন গোবিন্দা, যা মিলে গিয়েছে হুবহু

আরও পড়ুন- সম্পর্ক একেবারে অটুট,সকল গুঞ্জনকে উড়িয়ে সোশ্যাল পোস্টে সরব রাকেশ-শমিতা

সঞ্জয় (Sanjay Leela Banshali) শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি একজন নবাগতা গায়িকাকে দেবদাস (Devdas) সিনেমার পাঁচটি গানে একসঙ্গে গাওয়ার সুযোগ দিয়েছিলেন এবং বক্স অফিক্সে এই ছবিটি শুধু সুপারহিটই হয়নি, সেই সাথে এই ছবির গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আজকের দিনেও এই গানগুলো মানুষের খুবই পছন্দের। আর এই ছবিতে গান গাওয়ার পর শ্রেয়াকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শীঘ্রই তিনি ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাত একজন গায়িকা হয়ে ওঠেন। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার আর. ডি. বর্মণ পুরস্কার, আইফা পুরস্কার, জি পুরস্কার-সহ একাধিক পুরস্কার লাভ করেছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শুধু তাই নয় দেবদাস (Devdas) সিনেমার 'বড়ি পিয়া' গানটির জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও লাভ করেছিলেন তিনি। এরপর শুধু বলিউড নয় একাধিক বাংলা ছবিতে গান গেয়েও দর্শকদের মন জয় করেছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia