- Home
- Entertainment
- Bengali Cinema
- উদিত নারায়ণের 'সা রে গা মা পা'র মঞ্চে মিকা সিং, কিংবদন্তি শিল্পীর সঙ্গে কেমন হবে আবিরের রসায়ন
উদিত নারায়ণের 'সা রে গা মা পা'র মঞ্চে মিকা সিং, কিংবদন্তি শিল্পীর সঙ্গে কেমন হবে আবিরের রসায়ন
করোনা আবহ কাটিয়ে নতুন ছন্দে, নতুন ছোঁয়ায় ফিরেছে সা রে গা মা পা। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। আর পাঁচটা গানের অনুষ্ঠানের চেয়ে ঢের বেশি আলাদা। যার জেরে দর্শকমহলের 'সা রে গা মা পা'-র প্রতি উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। আগামী শনিবার ১৬ জানুয়ারি থাকছে জমজমাটি পর্ব। অতিথির আসনে এবার থাকছেন বিশেষ একজন।
- FB
- TW
- Linkdin
)
উদিত নারায়ণ আসছেন বিশেষ পর্বতে। ১৬ এবং ১৭ জানুয়ারি বিশেষ অতিথিদের নিয়েই থাকছে বিশেষ পর্ব।
বলিউডের আশি ও নব্বই দশক কাঁপিয়ে দিয়েছিলেন এই কিংবদন্তি সঙ্গিতশিল্পী উদিত নারায়ণ।
এর আগেও সা রে গা মা পা-এর মঞ্চে নিজের সঙ্গিতের জাদুতে মোহময় করে তুলেছিলেন।
শ্রীকান্ত আচার্য, রাঘব, ইমন, আকৃতি, জয়, মিকা সিংয়ের পাশাপাশি এদিন জাজেস প্যানেলে বসবেন উদিতজী।
এই প্রথমবার একই মঞ্চে দেখা যাবে উদিত নারায়ণ এবং বলিউডের আরও এক জনপ্রিয় সঙ্গিতশিল্পী মিকাকে।
দুই বলিউডের সঙ্গিতশিল্পী মিলেই গানের জলসায় মেতে উঠবে 'সা রে গা মা পা'-এর মঞ্চ।
জমজমাটি পর্বে থাকছে আরও চমক। উদিত নারায়ণকে ট্রিবিউট জানিয়ে থাকছে বিশেষ সঙ্গিত পরিবেশনাও।
বরাবরের মত আবিরের সঞ্চালনায় মুগ্ধ হবে সঙ্গিতপ্রেমীরা। উদিতজীর সঙ্গে আবিরের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছে সকল দর্শকবাসী।