যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার টেলিভিশন অভিনেতা

Published : Aug 14, 2019, 11:55 AM ISTUpdated : Aug 14, 2019, 12:06 PM IST
যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার টেলিভিশন অভিনেতা

সংক্ষিপ্ত

যৌন হেনস্থার  মামলা দায়ের টেলিভিষন তারকার বিরুদ্ধে দুবছর ধরে সমস্যা চলতে থাকায় অবশেষে মুখ খুললেন অবিনেত্রীর মেয়ে স্থানীয় থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের গ্রেফতার করা হল অবিনেতাকে

আবারও যৌন হেনস্থার  অভিযোগ উঠল টেলিভিশন অভিনেতার বিরুদ্ধে। মডেলদের অশ্লীল ছবি দেখানো থেকে শুরু করে কুরুচিকর মন্তব্য, অভিযোগের তালিকা থেকে বাদ পড়ল না কিছুই। বিগত দুবছর ধরে চলা এই নির্যাতনের কথা ফাঁস করে এক মহিলা অভিনেতা অভিনব কোহলি-র বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। তারই ভিত্তিতে এবার গ্রেফতার করা হল অভিনেতাকে।

আরও পড়ুনঃ পাকিস্তানে কোটিপতির মেয়ের বিয়েতে গান গাইলেন মিকা! রোষের মুখে শিল্পী

২০১৭ সাল থেকে ঘটা এই আচরণের কথা প্রকাশ্যে জানানো মাত্রই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩২৩, ৩৫৪এ, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রজু করা হয়। তারই ভিত্তিতে রবিবার রাতে মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিনবকে আদালতে পেশ করা হলে সেখান থেকেই নির্দেশ আসে তাঁকে পুলিশি হেফাজতে রাখার। 

অভিযোগকারিনীর মাও একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। তিনিও মেয়ের সঙ্গে এসে অভিযোগ করেছিলেন অভিনবর বিরুদ্ধে। সেখানেই তাঁর মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে অভিনব তাঁকে শুধু হেনস্থারই করত না বরং তাঁকে মার ধর করে এবং রীতিমতন ভয় দেখিয়েও রেখে ছিল। তাই প্রথমে তিনি মুখ খুলতে এক প্রকার ভয় পেয়েছিলেন। কিন্তু সেই সমস্যা ক্রমেই বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই এবার পুলিশের দ্বারস্থ হলেন তিনি।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার