"হাতে কোনও কাজ নেই, হৃদয় সায় দেয় না"! কেন এমন নিজেকে গুটিয়ে নিচ্ছেন কিং খান

swaralipi dasgupta |  
Published : Jun 23, 2019, 05:01 PM IST
"হাতে কোনও কাজ নেই, হৃদয় সায় দেয় না"! কেন এমন নিজেকে গুটিয়ে নিচ্ছেন কিং খান

সংক্ষিপ্ত

জিরো ছবিটি নিয়ে খুব আশা ছিল শাহরুখ খানের কিন্তু সেটিও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে খবর ছিল, জিরো-র পরেই শাহরুখকে দেখা যাবে রাকেশ শর্মার বায়োপিক সারে জাঁহাসে আচ্ছা ছবিতে কিন্তু কিং খান নিজেই জানালেন, এই মুহূর্তে তাঁর হাতে নাকি কোনও ছবিই নেই  

জিরো ছবিটি নিয়ে খুব আশা ছিল শাহরুখ খানের। কিন্তু সেটিও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। খবর ছিল, জিরো-র পরেই শাহরুখকে দেখা যাবে রাকেশ শর্মার বায়োপিক সারে জাঁহাসে আচ্ছা ছবিতে। শোনা গিয়েছিল সঞ্জয় লীলা ভনশালীর ছবিতেও অভিনয় করবেন তিনি। কিন্তু কিং খান নিজেই এক সংবাদমাধ্য়মের কাছে সাক্ষাৎকারে জানালেন, এই মুহূর্তে তাঁর হাতে নাকি কোনও ছবিই নেই। 

সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, এই  মুহূর্তে আমার হাতে কোনও ছবি নেই। কোনও ছবিতেই কাজ করছি না। এমনিতে একটি ছবির কাজ শেষ হতে না হতেই পরের ছবির কাজ ৩-৪ মাসের মধ্যে শুরু করে দিই। কিন্তু এবার আমার ইচ্ছে করছে না। এখন আমার হৃদয়ই সায় দিচ্ছে না। মনে হচ্ছে সময় নিয়ে আমার এখন ছবি দেখা উচিত, গল্প শোনা উচিত আর আরও বই পড়া উচিত। 

কিং খান আরও বলেন, আমার সন্তানরাও এখন কলেজে। আমার মেয়ে কলেজে যাচ্ছে। ছেলে পড়াশোনা শেষ করার পথে। আমি পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই। 

ছবিতে অভিনয় বন্ধ রাখলেও, প্রযোজনার কাজ বন্ধ নেই শাহরুখের। এই মুহূর্তে নেটফ্লিক্সের বার্ড অফ ব্লাড-এর প্রযোজন করছেন। এছাড়া লায়ন কিং-এর ছেলে আরিয়ানের সঙ্গে তিনিও কন্ঠ দিতে চলেছেন। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার