বিটাউনের বন্ধুদের নিয়ে আলিশান পার্টি, সেজে উঠল আলিবাগে কিং খানের বাংলো

Published : Oct 19, 2019, 02:45 PM IST
বিটাউনের বন্ধুদের নিয়ে আলিশান পার্টি, সেজে উঠল আলিবাগে কিং খানের বাংলো

সংক্ষিপ্ত

আব্রামকে নিয়ে উইকেন্ট পার্টিতে শাহরুখ খান বিটাউনের তারকাদের নিয়ে আলিশান পার্টি দিলেন কিং খান সঙ্গে উপস্থিত ছিলেন গৌরী খান সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন গৌরী

বলিউডে বেশ কয়েকদিন হল শাহরুখ খানের দেখা নেই। ভক্তদের মুখে এখন একটাই প্রশ্ন কবে আবার দেখা মিলবে বড় পর্দায় শাহরুখ খানের। কিন্তু তিনি এখন বেজায় ব্যস্ত তাঁর পরিবার নিয়ে। সন্তানদের কেরিয়ার, গৌরী আব্রামকে সময় দেওয়া, তাঁর তালিকা থেকে বাদ পড়ল না কিছুই।

যদিও বলিউডে তাঁর দেখা মিলছে না তবুও বিটাউনের বন্ধুদের সঙ্গে তাঁর পরিবারের নিত্য ওঠাবসা। প্রতিবছরই সকলকে নিয়ে তিনি মহাসমারহে একটি পার্টি দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। সেই পার্টি নিয়েই এখন বেজায় ব্যস্ত খান দম্পতি। ছোট্ট আব্রাহমকে নিয়েই পাড়ি দিলেন আলিবাগের বাংলোতে। 

 

 

আলিবাগের প্রায় ২০ হাজার বর্গ মিটারের বাংলো এই উপলক্ষ্যেই সেজে উঠল। সেখানেই শুক্রবার বসল বন্ধুদের নিয়ে আড্ডার আসর। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানালেন গৌরী খান। সেই ছবিতেই দেখা গেল এদিন পার্টি উপলক্ষ্যে আলিবাগে উপস্থিত হয়েছিলেন করণ জোহর, সুজান খান, প্রমুখেরা। পার্টি নিয়ে বিশেষ মাতামাতি না করলেও এই পার্টি নিয়ে বিটাউনে অনেকেই অপেক্ষা করে থাকেন। বছরে একবার হওয়া এই পার্টিতে কেবল ঘনিষ্ঠ জনেদেরই আমন্ত্রণ করে থাকেন কিং খান।  

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন