ঘোড়সওয়ারি শিখছেন ভিকি, তখত টিম পাড়ি দিল ইউরোপ

  • তখত ছবির শ্যুটিং শুরু
  • ইউরোপে পাড়ি দিল টিম
  • কোমড় বেঁধে শ্যুটিং-এ নামলেন ভিকি-জাহ্নবী
  • নয়া চমক নিয়ে পর্দায় আসছেন করণ

কোমড় বেঁধে মাঠে নেমে পড়লেন ভিকি কৌশল। বর্তমানে ভিকি ব্যস্ত পরবর্তী ছবি তখতের শ্যুটিং নিয়ে। বেশ কয়েকদিন  বিরতির পর আবারও পরিচালনাতে ফিরছেন করণ জোহার। ছবির কাজ শুরু হয়েগিয়েছে ইতিমধ্যেই। শেষ হয়েছে ভারতের বুকে শ্যুটিং। এবার পালা বিদেশের। ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। 

আরও পড়ুনঃ চোখে কাজল কপালে বড় লাল টিপ, নয়া রূপে আত্মপ্রকাশ আলিয়ার

Latest Videos

আরও পড়ুনঃ সলমনের কোলে কার সন্তান,নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ছবি

তখত ছবিতে বিশেষ ভূমিকাতে দেখা যাবে ভিকি কৌশলকে। সেই চরিত্রের জন্য ঘোড়ায় চরা শিখছেন অভিনেতা। ইউরোপে পা রাখতেই শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণের কাজ। সেই দিকে নজর দিয়েই এখন মাঠে নেমে পড়েছেন অভিনেতা। অন্যদিকে একই ভাবে নিজেকে তৈরি করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। ছবির জন্য উর্দু শিখছেন তিনি। 

তখত ছবির অপর এক আকর্ষণ হল এই ছবিতে সহ পরিচালকের ভূমিকাতে দেখা যাবে শাহরুখ পুত্র আরিয়নকে। করণ জোহারের সঙ্গেই পরিচালনার কাজে হাতেখড়ি হচ্ছে তাঁর। এছাড়াও একাধিক চমক রয়েছে এই ছবি ঘিরে। তার মধ্যে অন্যতম হল ছবির কাস্ট। বিপুল সংখ্যক স্টারকাস্টে ভরছে তখত। থাকছেন- করিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেদনেকর এবং অনিল কাপুর। 

Share this article
click me!

Latest Videos

খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?