ঘোড়সওয়ারি শিখছেন ভিকি, তখত টিম পাড়ি দিল ইউরোপ

Published : Jan 15, 2020, 08:17 PM IST
ঘোড়সওয়ারি শিখছেন ভিকি, তখত টিম পাড়ি দিল ইউরোপ

সংক্ষিপ্ত

তখত ছবির শ্যুটিং শুরু ইউরোপে পাড়ি দিল টিম কোমড় বেঁধে শ্যুটিং-এ নামলেন ভিকি-জাহ্নবী নয়া চমক নিয়ে পর্দায় আসছেন করণ

কোমড় বেঁধে মাঠে নেমে পড়লেন ভিকি কৌশল। বর্তমানে ভিকি ব্যস্ত পরবর্তী ছবি তখতের শ্যুটিং নিয়ে। বেশ কয়েকদিন  বিরতির পর আবারও পরিচালনাতে ফিরছেন করণ জোহার। ছবির কাজ শুরু হয়েগিয়েছে ইতিমধ্যেই। শেষ হয়েছে ভারতের বুকে শ্যুটিং। এবার পালা বিদেশের। ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। 

আরও পড়ুনঃ চোখে কাজল কপালে বড় লাল টিপ, নয়া রূপে আত্মপ্রকাশ আলিয়ার

আরও পড়ুনঃ সলমনের কোলে কার সন্তান,নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ছবি

তখত ছবিতে বিশেষ ভূমিকাতে দেখা যাবে ভিকি কৌশলকে। সেই চরিত্রের জন্য ঘোড়ায় চরা শিখছেন অভিনেতা। ইউরোপে পা রাখতেই শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণের কাজ। সেই দিকে নজর দিয়েই এখন মাঠে নেমে পড়েছেন অভিনেতা। অন্যদিকে একই ভাবে নিজেকে তৈরি করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। ছবির জন্য উর্দু শিখছেন তিনি। 

তখত ছবির অপর এক আকর্ষণ হল এই ছবিতে সহ পরিচালকের ভূমিকাতে দেখা যাবে শাহরুখ পুত্র আরিয়নকে। করণ জোহারের সঙ্গেই পরিচালনার কাজে হাতেখড়ি হচ্ছে তাঁর। এছাড়াও একাধিক চমক রয়েছে এই ছবি ঘিরে। তার মধ্যে অন্যতম হল ছবির কাস্ট। বিপুল সংখ্যক স্টারকাস্টে ভরছে তখত। থাকছেন- করিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেদনেকর এবং অনিল কাপুর। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?