সেলেব-মেকওভার, চটজলদি লুক পরিবর্তন করতে চান, মাথায় রাখুন শ্রদ্ধার টিপস

  • সেলেব মানেই প্রতি মুহুর্তে ক্যামেরার ফ্রেমে
  • কখনও স্মার্ট লুক, কখনও ফ্ললেস বিউটি
  • নিজেই এবার খোলসা করলেন তাঁর রূপের রহস্য
  • রইল শ্রদ্ধা কাপুরের বিউটি টিপস

মেক ওভার নিয়ে হাজার জনের হাজার রকমের চিন্তা। দেখতে কেমন হতে হবে, কতটা সুন্দরভাবে নিজেকে সকলের সামনে তুলে ধরা যাবে, চুলের স্টাইল থেকে পোশাক। এক ছাতার তলায় চলে আসে সব কিছুই। এমনই এক পরিস্থিতিতে যদি হাতের কাছে থাকে সেলেব টিপস, তবে তো বলাই বাহুল্য। তবে কোনও বাহাল্লুতি ছাড়াই কীভাবে নিজেকে সাজিয়ে তুলতে হয়, সেই টিপসই এবার রইল এবার শ্রদ্ধা কাপুরের কাছ থেকে।

আরও পড়ুনঃ পাসপোর্টের আবেদন করে আক্ষেপ অক্ষয়ের, প্রমাণ দিতে হবে তিনি ভারতীয়

Latest Videos

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন শ্রদ্ধা কাপুর। তাঁর ফ্ললেস ত্বকের পেছরেন রহস্যও মুহুর্তে সামনে চলে আসে। ত্বকের জন্য তিনি ব্যবহার করে থাকেন ফেসওয়াস, ময়শ্চরাইজার ক্রিম। শ্রদ্ধার চুল ওয়েলি। তাই ওয়েল কন্ট্রোল শ্যাম্পু ব্যবহার করে থাকেন তিনি। শ্রদ্ধার মতে শ্যাম্পু প্রতিদিনই করা প্রয়োজন। শ্যাম্পুর পর তিনি সেরাম ব্যবহার করেন। 

এতো গেল মুখ ও চুলের প্রাথমিক পরিচর্যা। এরপর আসে মেকআপ। সাজার দিক থেকে কখনই বেশি সাজা পছন্দ করেন না শ্রদ্ধা। সর্বদাই তিনি হালকা সাজে সকলের সমানে এসে থাকেন। তাই মেকআপের জন্য ব্যাগে সবসময় তিনি রেখে দেন একটি ওয়াটার প্রুফ কাজল, মাসকারা। এছাড়া তিনি সঙ্গে রাখেন একটি বেস মেক আপ সঙ্গে রাখেন কনসেলিং। এতেই বাজি মাত করেন অভিনেত্রী। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু