হাতে মেহেন্দি, মাথায় মুকুট, কনে সাজে ছবি শেয়ার করলেন শ্রেয়া

Published : Feb 05, 2020, 06:41 PM IST
হাতে মেহেন্দি, মাথায় মুকুট, কনে সাজে ছবি শেয়ার করলেন শ্রেয়া

সংক্ষিপ্ত

নয়া লুকে শ্রেয়া কনের সাজে তাক লাগালেন গায়িকা নিজেই ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি

গানের জগতে শ্রেয়া ঘোষাল এক জনপ্রিয় নাম। যাঁর গানে মুগ্ধ আট থেকে আশি। দীর্ঘদিন ধরে বলিউড থেকে টলিউড সেরার সেরা গান শ্রোতাদের উপহার দিয়ে এসেছেন শ্রেয়া ঘোষাল। যেমনই তাঁর গানের গলা, তেমনই সুন্দর দেখতে তাঁকে। তাঁরই রূপ এবার ফেটে পড়ল বধূ সাজে। নেট দুনিয়ায় ছবি শেয়ার করলেন শ্রেয়া। 

আরও পড়ুনঃ বিয়ের আসরে উদ্দাম নাচ, শাহরুখ-গৌরী জুটির ভিডিও মুহূর্তে ভাইরাল

মাথায় মুকুট, হাতে মেহেন্দি, পরনে বেসারসি। অনবদ্য লুকে তাক লাগালেন গায়িকা। তবে হঠাৎ কেন এই ছবি পোস্ট। নিজেই রহস্য ভাঙলেন শ্রেয়া। না, ছক ভেঙে কোনও ছবিতে অভিনয় কিংবা ক্যামেরার সামনে থাকা নয়, নিজের বিয়ের ছবিই শেয়ার করলেন শ্রেয়া। দেখতে দেখতে পাঁচ বছর পার। বিবাহ বার্ষিকীতে ছবি শেয়ার করে ভক্তদের উপহার দিলেন গায়িকা। 

 

 

বিয়ের পাঁচ বছরের পূর্তি। সেই উপলক্ষ্যেই ছবি শেয়ার করে তাক লাগালেন শ্রেয়া ঘোষাল। এই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরল নেট দুনিয়ায় পাতা। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা মাত্রই শ্রেয়াকে শুভেচ্ছা জানালেন সুনিধি চোহান। শ্রেয়ার এই লুকে ছবি শেয়ার করা মাত্রই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। বিয়ের ছবিতে নয়া লুকে ধরা দিলেন গায়িকা। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে