বিয়ের আসরে উদ্দাম নাচ, শাহরুখ-গৌরী জুটির ভিডিও মুহূর্তে ভাইরাল

Published : Feb 05, 2020, 04:15 PM ISTUpdated : Feb 11, 2020, 06:55 PM IST
বিয়ের আসরে উদ্দাম নাচ,  শাহরুখ-গৌরী জুটির ভিডিও মুহূর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

কাপুর পরিবারে বিয়ের অনুষ্ঠান বউভাতের অনুষ্ঠানে তারকাদের ঢল স্টেজে নেচে মাত করলেন করিশ্মা-করিনা শাহরুখ গৌরীর নাচ মুহূর্তে ভাইরাল

টিনসেল টাউনে বিয়ের আসর। সপ্তাহভর বিয়ের বাড়ি নিয়ে মেতে বলিউডের সব তারকাই। বিয়ে থেকে রিশেপসন, পার্টিতে মত্ত করিনা-করিশ্মা, রেখা, শাহরুখ, গৌরী, করণ সকলেই। করিনা কাপুর ও করিশ্মা কাপুরের ভাই অমন জৈনের বিয়ে, পাত্রী অনীশা মালহোত্রা। সেই বিয়ের আসরেই উপস্থিত হয়ে তাক লাগিয়েছিলেন সকল তারকা। এবার পালা রিশপসনের।

 

আরও পড়ুনঃ ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা

বউভাতের আসরে মঙ্গলবার নামল তারকাদের ঢল। সেই আসরেই উপস্থিত থেকে এবার স্টেজ কাঁপালেন বলিউড তারকারা। তবে এই স্টেজেই ধরা দিলেন দুই নতুন জুটি, শাহরুখ খান ও গৌরী খান। সঙ্গে ছিলেন করন জোহার। এই তিন জুটিতে মিলেই কাজরারে গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নেটে নকলের নজর কাড়লেন। 

 

 

শাহরুখ-গৌরী জুটির এই বিয়ের আসরে নাচ মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল। কেবল তাঁরাই নন, পাশাপাশি এই আসরেও নেচে মাত করলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। তাঁদের সঙ্গে এদিন তাল মেলালেন করন জোহার। বিয়ের আসরে ছিল তারকাদের ঢল। একে একে সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির হয়েছিলেন। এসেছিল কাপুর পরিবারের সদস্যরাও, রণবীরের সঙ্গে আলিয়া। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার