ফেমিনিজম নয় আমার আপনার মতন ঘর বাইরে সামলানো মহিলাদের উদযাপন করার গল্প বলে শ্রীমতি

মুক্তি পেয়েছে স্বস্তিকা সোহম অভিনীত শ্রীমতি।  ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সোহম স্বস্তিকা। ছবির ট্রেলার দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন গল্পটি ঠিক কাদের নিয়ে। হ্যাঁ , আপনার মতোই প্রতিটি বিবাহিত হাউস ওয়াইফ এর গল্প বলে শ্রীমতি।

Senjuti Dey | Published : Jul 10, 2022 11:21 AM IST / Updated: Jul 10 2022, 05:07 PM IST

মুক্তি পেয়েছে স্বস্তিকা সোহম অভিনীত শ্রীমতি।  ছবিতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সোহম স্বস্তিকা। ছবির ট্রেলার দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন গল্পটি ঠিক কাদের নিয়ে। হ্যাঁ , আপনার মতোই প্রতিটি বিবাহিত হাউস ওয়াইফ এর গল্প বলে শ্রীমতি। অর্জুন দত্ত পরিচালিত এই ছবি ট্রান্সফরমেশনের গল্প বলে।  অনিন্দ্যর অফিসের বস আর তাঁর মডার্ন স্ত্রীর উপস্থিতিতে সেই সংসারের তাল কাটে। নিজের ছাপোষা অভ্যাসের জন্য অপমানিত হয় সে। তবে, হার মানেনা শ্রীমতি। প্রত্যেকেই যে নিজের মত করে সুন্দর। আর ঘোর সংসারী মহিলারাও যে এক্সট্রা অর্ডিনারি হয়, শ্রীমতীর মাধ্যমে এমন বার্তাই দিয়েছেন অর্জুন দত্ত।পরিচালক রোজকার জীবনের মধ্যে থেকেই খুঁজে বের করেছেন ছোট ছোট খুশি আর মন ভাঙা-গড়ার নানান ঘটনাকে।

মধ্যবিত্তের নানান টানাপোড়েনের গল্প বলেছে এই পারিবারিক ছবি। স্বামী অনিন্দ্য, ননদ বৃষ্টি আর শাশুড়িদের সাথে বেশ সুখের সংসার শ্রীমতীর। ছবিতে কাজের মেয়ে কাজলের সঙ্গে শ্রীমতীর বন্ডিং চোখে পড়ার মতো।শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে হয়ে গিয়েছে প্রিমিয়ার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তৃণা সাহা, মীর আফসার আলী, সৌরভ দাস সহ একঝাঁক তারকা। ছবিতে নিজের চরিত্র নিয়ে তৃনা বললেন, 'বৃষ্টি অর্থাৎ আমার চরিত্রটি আজকের এক আধুনিক নারীর চরিত্র।সবাই তার চরিত্রের সঙ্গে রিলেট করতে পারবে বা বলা ভালো বৃষ্টি এমন একটি চরিত্র যার মতো আমরা সকলে হতে চাই। সে সত্যির পাশে দাঁড়ায় এবং অন্যায়ের সঙ্গে সে কখনই আপোষ করে না। পুরো গল্পটাই পারিবারিক একটি গল্প। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এর সঙ্গে কানেক্ট করতে পারবে।' ছবিটি নিয়ে শ্রীমতি অর্থৎ স্বয়ং স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন , ' ছবটি নিয়ে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। বেশকিছু হলে হাউস ফুল ও হয়েছে। এটাই বলবো ছবি টি যদি মানুষ দেখেন আমার খুব ভালো লাগবে।  ২ বছর কোভিড পরিস্থিতির পরে একটা ছবি মুক্তি পেলো।  আমরা আবার হলে আসছি ছবি দেখছি ভালো লাগছে। এতদিন পরে ছবি র হল রিলিজ হচ্ছে ইটা আমাদের জন্যও ভালো দর্শকদের জন্যও ভালো।'

আরও পড়ুনঃ 

বিভাজিকা দেখালেই বিতর্ক, প্লাস সাইজে শরীর না ঢেকে স্বচ্ছন্দে পরুন সুইম স্যুট, বার্তা স্বস্তিকার

প্রসেনজিৎ থেকে শ্রাবন্তী- টলিউডের পাঁচ তারকা জুটির বিচ্ছেদ মন ভেঙেছিল দর্শকদের

বি-টাউনের লেডিস স্পেশাল পার্টি, কারা রয়েছেন সেখানে, দেখুন

স্বস্তিকার ভালো বন্ধু মীর ছবিটি দেখে বলেছেন, 'ছবির ইউ এস পি স্বস্তিকা মুখার্জি নিজে। ওনার অভিনয় যারা দেখেছেন তারা জানেন তার অভিনয় অন্য ধারার। আমরা শ্রীমতীর গল্প ঘরে ঘরে দেখি। একজন মহিলা ঘর সামলাচ্ছেন তিনি বাইরেও কাজ করছেন কিন্তু আমরা সেটাকে সেলেব্রেট করি না। এই সাধারণ মেসেজ টা নিয়ে ছবিটি। ছবিটি এমন নয় যে এতে ফেমিনিজম নিয়ে জ্ঞান দেওয়া হয়েছে। খুব সাধারণ গল্প এটি। অনেকদিন ধরে এই ছবির জন্য আমি অপেক্ষা করেছিলাম। তার কারণ স্বস্তিকার বাবাকে হারানোর পর এই ছবির শ্যুটিং করে। আমার কাছে শ্রীমতি মানে সেই ছবিটি যে ছবিটি করার সময় শ্রীমতি নিজের অত্যন্ত প্রিয়জন বাবাকে হারিয়েছেন। '

Share this article
click me!