ছবির থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবাদের আগুন, দেশের মানুষের পাশে সোনাক্ষি

Published : Dec 23, 2019, 08:06 PM IST
ছবির থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিবাদের আগুন, দেশের মানুষের পাশে সোনাক্ষি

সংক্ষিপ্ত

দাবাং থ্রি ছবির বক্স অফিস মনঃপুত হল না প্রকাশ্যেই মনের ভাব প্রকাশ করলেন সোনাক্ষি দেশের উত্তাল পরিস্থিতি তাঁদের পাশে রয়েছেন সোনাক্ষি

বক্স অফিসে এখন একপ্রকার রাজত্ব করছে চুলবুল পান্ডে ও তাঁর স্ত্রী রাজ্জো। সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি দাবাং থ্রি। তবে প্রথম সপ্তাহে আশানুরুপ প্রভাব পড়ল না বক্স অফিসে। সলমন খানের আগের ছবি ভরত-এর প্রথম দিন কালেকশন ছিল ৪২ কোটি টাকা। এবার প্রথম দুই দিনে সেই টাকা ঘরে তুলল দাবাং থ্রি ছবি। 

আরও পড়ুনঃ ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জেনে নিন সেরার তালিকায় বলিউডের কারা

দাবাং থ্রি ছবিতেই সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। সম্প্রতি তাঁকে পাওয়া গেল এক অনুষ্ঠানে, সেখানেই তাঁকে ছবির বক্স অফিস নিয়ে প্রশ্ন করায় তিনি খুশি হয়ে উত্তর দেন, 'দেশের এমন পরিস্থিতিতে যে দর্শক দাবাং থ্রি ছবির পাশে রয়েছে তাই অনেক। দেশের পরিস্থিতির কথা আমি জানি। যাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তাঁদের অনুভুতি আমি বুঝতে পারি। এভাবে কারুর অধিকার ছিনিয়ে নেওয়া যায় না'। 

এখানেই শেষ নয়, সোনাক্ষি আরও জানান, মানুষ জানে কোনটা বেশি প্রয়োজন, এই পরিস্থিতিতেও যে দর্শকেরা সাড়া দিয়েছেন সেটাই অনেক। বর্তমানে সিএএ বিরোধিতা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতেও সলমন খানের ছবি একাই বক্স অফিসে যুদ্ধ চালাচ্ছে। ইতিমধ্যেই তা ৫০ কোটি টাকা ঘরে তুলেছে। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?