৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরার তালিকায় আবারও এক যে ছিল রাজা

  • ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সৃজিত
  • সেরার তালিকাতে এক যে ছিল রাজা
  • মোট ৮টি জাতীয় পুরস্কার পেল এই ছবি
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিত মুখোপাধ্যায়ের

Jayita Chandra | Published : Dec 23, 2019 1:43 PM IST / Updated: Dec 23 2019, 07:43 PM IST

সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরনি অনুষ্ঠান। সেখানেই আবারও সেরার তালিকাতে নাম লেখালো এক যে ছিল রাজা। একের পর এক পুরস্কার বিতরনি অনুষ্ঠানে সেরার তকমা পেয়েছে এক যে ছিল রাজা ছবিটি। ২০১৮-র পুজোর মুক্তির তালিকাতে ছিল এই ছবি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি দেখা মাত্রাই নজর কেড়েছিল দর্শকদের। 

আরও পড়ুনঃ ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জেনে নিন সেরার তালিকায় বলিউডের কারা

বিতর্কিত ভাওয়াল সন্যাসী কেস নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। ছবিটি মুক্তির পর একের পর এক সেরার তালিকাতে নিজের নাম অলঙ্কিত করেছে। এই নিয়ে মোট ৮টি জাতীয় পুরস্কার পেল সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা ছবি। যার মধ্যে তিনটি রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে। 

জাতীয় পুরস্কারের পাশাপাশি ২৩টি পুরস্কার পেয়েছে এই ছবি। সোমবার ছবি সহ এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানেই তিনি লিখলেন, এই পুরস্কারটি তিনি ভাগ করে নিতে চান যিশু সেনগুপ্ত ও সোমনাথ কুণ্ডুর সঙ্গে। ছবিটি মুক্তির পরই বক্স অফিসে ভালো প্রভাব ফেলেছিল। অনবদ্য যিশু সেনগুপ্তর অভিনয়। সব মিলিয়ে বর্য শেষে এখন পরিচালকের মুন বেজায় খুশ। 

Share this article
click me!