'ভোরবেলা জোর করে আজান শোনানো কেন', সোনুর বিতর্কিত মন্তব্যে গ্রেফতারের দাবি

  • আজান নিয়ে সোনুর বিতর্কিত মন্তব্য
  • করোনার কোপে সোনু আটকে দুবাইয়ে
  • সোখানেই গ্রেফতার করা হোক 
  • গায়কের বিরুদ্ধে সরব নেট দুনিয়া 

Jayita Chandra | Published : Apr 22, 2020 1:58 PM IST

করোনার জন্য বন্ধ রয়েছে বিমান পরিষেবা। আর তাই দেশের বুকে ফেরা হচ্ছে না গায়ক সোনু নিগম ও তাঁর পরিবারের। তাঁরা এখন রয়েছেন দুবাইয়ে। সেখানেই ঘটল বিপত্তি। আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন বছর আগেই নেট দুনিয়ায় শোরগোল সৃষ্টি করেছিলেন সোনু। লকডাউনে ফিরে এল সেই স্মৃতি। এখন তিনি রয়েছেন মুসলিম প্রধান দেশে। সেখানেই গ্রেফতার করা হোক সোনুকে, এবার তোলপাড় নেট দুনিয়া। 

আরও পড়ুন-এই কারণের জন্যই অজয়কে বিয়ে করেছিলেন কাজল, ফাঁস হল গোপন সত্য 

 

২০১৭ সালে একটি মন্তব্য করেছিলেন সোনু নিগম। অবমাননা করেছিলেন মুসলমান সম্প্রদায়ের রীতিকে। প্রতিদিন সকালে জোর করে মানুষকে আজান শোনানো কেন! প্রশ্ন তুলেছিলেন তিনি। সেখানেই শেষ নয়, পাশাপাশি তিনি এও জানিয়ে ছিলেন যখন এই ধর্ম তৈরি হয়, তখন তো বিদ্যুৎ যোগাযোগও ছিল না। তাহলে এই রীতি প্রচলন করলেন কে! 

 

 

লকডাউনে দিবাইয়ে আটকে থাকা গায়ককে এবার সেই কথা মনে করিয়ে নেট দুনিয়া আরও একবার সরব হল। তুলল সোনু নিগমের গ্রেফতারের দাবি। এখন তো তিনি রয়েছেন দুবাইতে। সেখানে কোনও অসুবিধে হচ্ছে না! এই প্রশ্নের সন্মুখীনও হতে হয়েছে তাঁকে। যদিও গায়ক সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কোনও ধর্মেই বিশ্বাস করেন না। নেট দুনিয়ায় এখন ভাইরাল সেই পোস্ট। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!